মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: রাজূজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য দপ্তরকে। তাই শুক্রবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকে বারাসাত (সদর) মহকুমা শাসক সোমা সাউ-এর উপস্থিতিতে এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি জন প্রতিনিধিরাও যাতে ডেঙ্গু মোকাবিলায় সরকারের প্রচার অভিযানে একযোগে ঝাঁপিয়ে পড়ে কাজ করেন সেই বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্বান্ত গৃহীত হয়েছে। ডেঙ্গু নিয়ে বৈঠকে জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করার কর্মসূচি নেওয়অ হয়েছে। সর্বোপরি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দেগঙ্গা সহ অন্যত্র ডেঙ্গু দূরীভূত হবে। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন, সমাজ সচেতন দেগঙ্গাবাসী অতিদ্রুত আবার স্বাভাবিক সুস্থ সমাজ ব্যবস্থায় ফিরে আসবে। বিশ্বনাথপুর বি পি এইচ সি- র বি এম ও এইচ ডাঃ কিরীটী সাহা বলেন, প্রত্যেক গ্রামে ভিআরপি দলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আনিসুর রহমান বলেন,জনপ্রতিনিধিরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং প্রত্যেক দিন সদলবলে এলাকা পরিদর্শনে যাবেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন দেগঙ্গার বি ডি ও সুব্রত মল্লিক, প্রধান হুমায়ুন রেজা চৌধুরী,পারভীন সুলতানা,শম্পা কাহার, বাবলু পাড়ুই,রিঙ্কু সাহাজি সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct