সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: দ্রুত নিয়োগের দাবিতে ফের আন্দোলনে নামলেন ‘বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ’। শুক্রবার সকালে ঐ সংগঠনের বাঁকুড়া ইউনিটের সদস্যরা প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ‘হস্তক্ষেপ’ দাবি করে জেলা অবর বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) কে ডেপুটেশন দিলেন। ‘বঞ্চিত আপার প্রাইমারি চাকরী প্রার্থী বৃন্দে’র তরফে বলা হয়েছে, সরকারী গেজেট অনুযায়ী, ইন্টারভিউয়ের ১৫ দিন আগে পর্যন্ত শূন্যপদ পূর্ব ঘোষিত শূন্যপদের সঙ্গে সংযুক্ত হবে। কিন্তু সেই পদক্ষেপ নেওয়া হয়নি। পূর্ব ঘোষিত ১৪, ৩৩৯৯ টি শূন্যপদের সঙ্গে সংযুক্ত করে সমস্ত টেট পাশ ট্রেণ্ড চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া’র দাবি জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কলকাতায় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশের আন্দোলনস্থল থেকে জেলায় জেলায় আন্দোলন কর্মসূচী থেকে তারা সরে আসবেন না বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct