আব্দুস সামাদ মন্ডল, বসিরহাট, আপনজন: “ঘরে ঘরে নামাজি বদলে যাবে সোসাইটি” এই স্লোগানকে পাথেয় করে সমাজ পরিবর্তনের লক্ষ্যে আজ শুক্রবার জুম্মার নামাজের পর পথে নামলেন একদল মুসল্লি। শুক্রবার বসিরহাট উত্তর বিধানসভার শ্রীনগর মাটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে চাঁদনগর গ্রামটি শত বছরের পুরাতন জুম্মা মসজিদের মুসল্লিগণ তারা সকলে মিলিত ভাবে হাজির হয়ে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এক পদযাত্রাও করেন। মূলত তাদের উদ্দেশ্য হল সুদ ঘুষ বিহীন একটি সুস্থ সমাজ গঠনের বলে দাবি মুসল্লিদের। শুক্রবার মুসলিম সমাজের এক বরকতপুন্য ময় দিন, এই দিনে মুসলিম সমাজের সকল পুরুষ গন হাজির হয় মসজিদে ইবাদাত এর জন্য কিন্তু যতদিন যাচ্ছে ততই মুসল্লীর সংখ্যা কমছে তাই তারা এক অভিনব উদ্যোগ নেন।চাঁদপুর জামে মসজিদের পেশ ইমাম জনাব হাফেজ রুহুল আমিন জানান আমাদের এই মসজিদ প্রায় শত বছরের অধিক পুরাতন এবং ঝাঁ চকচকে কিন্তু আফসোসের বিষয় হল জুম্মার নামাজ ছাড়া অন্য দিনে বা অন্য ওয়াক্তে নামাজে মুসল্লী পাওয়াই যায় না। যা সমাজের এক ভয়াবহতা, কিভাবে এই মসজিদে অধিক মুসল্লী পাওয়া যায় সেই লক্ষ্যে আমরা মসজিদ ভরো অভিযান নামে এক প্রজেক্ট হাতে নিলাম, দেখছি বেশ সাড়া পাচ্ছি ভবিষ্যতে এই প্রজেক্ট অন্যত্রে পৌঁছে দেওয়ার পরিকল্পনা আছে, তিনি আরো বলেন একটি সুস্থ সমাজ গঠনের জন্য নামাজ-ই হল একটি অনস্বীকার্য বিষয়। কেবলমাত্র শুধুমাত্র নামাজেই পারে সুদ ঘুষ, ব্যভিচার সহ সমস্ত খারাপকাজ থেকে বিরত রাখতে। ইমাম সাহেব আরো জানান, আমাদের আগামী দিনের পরিকল্পনা হলো সুন্দর ও সুস্থ সমাজ বিশ্বকে উপহার দেওয়া। তাতে সাধারণ মানুষ সাড়া দিচ্ছেন বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct