আপনজন ডেস্ক: জীবনজুড়ে শুধুই হতাশা। আর সেই হতাশায় নিজের ক্ষতি করতে চেয়েছিলেন এক বৃদ্ধার। পরপর ব্যাটারি খেয়ে ফেলেছেন। অস্ত্রপচার করতে গিয়ে চিকিৎসকদের চোখ কপালে উঠে গিয়েছিল। কারণ ওই বৃদ্ধার পেটে থেকে মোট ৫৫টি ব্যাটারি বের করা হয়। ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের ডাবলিনে। ৬৬ বছর বয়সি বৃদ্ধার পেট থেকে ‘ডবল এ' এবং ‘ট্রিপল এ' আকারের মোট ৫৫টি ব্যাটারি উদ্ধার করেছেন চিকিৎসকরা। মহিলার পেটে এক্স-রে করে অগনিত ব্যাটারি দেখা যায়। চিকিৎসকরা প্রাথমিক ভাবে মনে করেছিলেন যে মহিলা মলত্যাগ করলে ব্যাটারিগুলি বেরিয়ে আসবে। হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পর্যন্ত মহিলার মল দিয়ে মাত্র পাঁচটি ব্যাটারি বের হয়। এদিকে এরই মাঝে ব্যাটারির ওজনের কারণে মহিলার নিম্নভাগের হাড়ে চাপ পড়ছিল। এই পরিস্থিতিতে অস্ত্রপচার করতে বাধ্য হন চিকিৎসকরা। পেটে অস্ত্রপচার করে ৪৬টি ব্যাটারি উদ্ধার করা হয়। এরপর আরও চারটি ব্যাটারি মলদ্বার দিয়ে বের হয়ে আসে। আশ্চর্য ভাবে এই ব্যাটারিগুলি এতদিন তাঁর পেটে থাকলেও অভ্যন্তরীণ কোনও অঙ্গে ক্ষত হয়নি। চিকিৎসকরা জানান, কোনো রোগীর পেটে এত সংখ্যক ব্যাটারি থাকার কথা এর আগে কখনও জানা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct