আপনজন ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার এক মসজিদের কাছে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে। তবে বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি বলে এপির প্রতিবেদনে বলা হয়েছে। তোলো নিউজ বলছে, ওয়াজির মোহাম্মদ আকবর খান মসজিদের কাছে এই বিস্ফোরণ ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকুর জানিয়েছেন, মুসল্লিরা যখন মসজিদ থেক বের হয়ে আসছিলেন তখন এই বিস্ফোরণ ঘটে। হতাহতদের সবাই বেসামরিক লোক বলে জানান তিনি। ঘটনাস্থলে দেশটির নিরাপত্তা বাহিনী পৌঁছেছে এবং অঞ্চলটি ঘিরে রেখেছে। প্রতক্ষ্যদর্শীরা তোলো নিউজকে বলেন, ম্যাগনেটিক বোমা দিয়ে এই বিস্ফোরণ হয়েছে। এমার্জেন্সি এনজিও টুইটে বলেছে, আজকের বিস্ফোরণে এখন পর্যন্ত ১৪ জন হতাহত পাওয়া গেছে। এর মধ্যে ইতোমধ্যে চারজন নিহত হয়েছেন। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct