আপনজন ডেস্ক: ইউক্রেনের যেসব এলাকা রাশিয়া দখল করে নিয়েছে, সেগুলোকে রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। এমন এক স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান ও সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। মেদভেদেভ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেছেন, দনবাস প্রজাতন্ত্রগুলো ও অন্য এলাকাগুলোতে গণভোট হবে এবং এগুলো রাশিয়ার অন্তর্ভুক্ত হবে। রাশিয়ার সশস্ত্র বাহিনী এসব ভুখণ্ডের সুরক্ষা অনেক বেশি জোরদার করবে। এ ধরনের সুরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র’ এবং নতুন প্রযুক্তির অস্ত্রসহ যে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করা হতে পারে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct