নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়তাঁর নির্দেশে জানিয়েছেন -'রাজ্যে প্রায় ৫৯ হাজার প্রাথমিক শিক্ষকের তথ্য দিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে'। সেইসাথে ওই মেধাতালিকা পরীক্ষার্থীদের নম্বর বিভাজন-সহ সমস্ত তথ্য প্রকাশ করারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।গত ২০১৪ সালের টেট পরীক্ষা পরবর্তীতে দু'দফায় নিয়োগ হয়েছিল। প্রথমটি ২০১৬ এবং পরেরটি ২০২০ সালে। দু'দফায় প্রায় ৫৯ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে । সেই শিক্ষকদের সমস্ত তথ্য দিয়ে পুরো মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষকেরা লিখিত ও মৌখিক পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন? তাঁদের শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত তথ্য দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে।আদালত সুত্রে প্রকাশ, গত ২০১৪ সালে টেট পরীক্ষায় আবেদন করেছিলেন ২৩ লক্ষ চাকরিপ্রার্থী। তার মধ্যে পরীক্ষা দিয়েছেন ২১ লক্ষ চাকরিপ্রার্থী। যাঁরা পাশ করেছিলেন, তাঁদের মধ্যে থেকে ৫৯ হাজার জনকে নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দফায় দফায় মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।সাধারণ চাকরিপ্রার্থীদের অভিযোগ, -' যাঁদের নিয়োগ করা হয়েছিল, পরীক্ষায় তাঁদের থেকে বেশি নম্বর পেয়েও অনেকে শিক্ষকের চাকরি পাননি'। শুক্রবার এই মামলায় এই যুগান্তকারী নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।আগামী ৩০ নভেম্বর এর মধ্যে এই রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct