সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: নির্মল বিদ্যালয় পাক্ষিক কর্মসূচি পালনে রানীয়ড় বালিকা বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা সামাজিক দায়বদ্ধতার পোস্টার হাতে গ্রামের পথে হাঁটলেন। গত ১৫তারিখ থেকে নির্মল বিদ্যালয় পাক্ষিক অভিযান কর্মসূচি শুরু হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা তমসি পাত্র সমস্ত স্তরের পড়ুয়া থেকে প্রতিটি মানুষের সামাজিক দায়বদ্ধতার কথা বলেন। তিনি আরো জানান, পনের দিনের কর্মসূচিতে স্বাস্থ্যবিধান বিষয়ক গান, পড়ুয়াদের স্বাস্থবিধির প্রশিক্ষণ, শ্রেণিকক্ষ পরিস্কার, গাছ লাগানো, ছোট নাটিকা, পানীয় জল পরীক্ষার প্রশিক্ষণ, নৃত্য-গীত, বসে আঁকো প্রতিযোগিতা-সহ থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান শিক্ষিকা তমসি পাত্র জানান, কর্মসূচির অষ্টম দিনে বিদ্যালয়ের পড়ুয়ারা ওই উপলক্ষে মিছিলে যোগ দেয় এবং একটি পথ নাটিকা বিদ্যালয়ের ছাত্রীরা মঞ্চস্থ করে । স্কুলের পাশাপাশি লাগোয়া গ্রামে পরিষ্কার, পরিচ্ছন্নতা নিয়ে বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ।শেষ দিনে পড়ুয়াদের বসে আঁকো প্রতিযোগিতাও হবে। কোনও নির্দিষ্ট সময়ে নয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে ছাত্রছাত্রীরা সজাগ কিনা এ বার বছরভরই তা দেখা হয় বলে জানিয়েছেন তমসি পাত্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct