নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন মানিক বাবু। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং পরবর্তীতে ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গত ১৫ সেপ্টেম্বর ওই আবেদন জানিয়েছেন তিনি বলে জানা গেছে ।আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি হতে পারে বলে জানা গেছে। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম দিকেই নাম জড়িয়েছে মানিক ভট্টাচার্য-এর । তাঁকে দফায় দফায় নিজাম প্যালেসে জেরা করেছে ইডি । মানিক ভট্টাচার্য এবং তাঁর পরিবারের কাছে সম্পত্তি সংক্রান্ত হলফনামাও চেয়েছে সিবিআই। মানিক ভট্টাচার্য কে অপসারণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির সময় ইডি গিয়েছিল মানিকের বাড়িতেও । এর পর তাঁকে জেরা করেছে ইডি। সম্প্রতি ব্যাংকশাল আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় 'প্রথম' চার্জশিট পেশ করেছে ইডি। সেই চার্জশিটে একাধিক পাতায় নাম রয়েছে এই মানিকের। এই দুর্নীতিতে তাঁর কী ভূমিকা ছিল?,তার উল্লেখ রয়েছে দাখিল চার্জশিটে। তাঁর এবং পার্থের মধ্যে 'মেসেজ' চালাচালির কথাও ইডির চার্জশিটে রয়েছে বলে জানা গেছে। গত বুঝবার রাতে নিজাম প্যালেসে ইডির দফতরে গিয়ে বেশ কিছু নথি জমা দিয়ে এসেছেন মানিক ভট্টাচার্য । কলকাতা হাইকোর্টে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের তরফে নিয়োগ দুর্নীতি মামলায় ওই নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত মামলার যে চার্জশিট ইডি পেশ করেছে, তাতে উঠে এসেছে মানিক ভট্টাচার্যের নাম।প্রসঙ্গত , প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য কে বেশ কয়েকবার তলব করেছে ইডি। ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। শুধু তাই নয়, সম্প্রতি তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করেছিল সিবিআই। তবে মানিকের বিরুদ্ধে অভিযোগ আরও স্পষ্ট হয় ইডি চার্জশিট পেশ করার পর। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মানিক ভট্টাচার্য । ব্যাংকশাল আদালতে ইডির দাখিল চার্জশিটে মানিক ভট্টাচার্য এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, বেসরকারি বিএড কলেজগুলি থেকে পড়ুয়া পিছু ৫০০ টাকা করে চেয়ে চাপ দিতেন মানিক। সে সব অভিযোগের কথা জানতেন খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct