নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: শুক্রবার একাদশ-দ্বাদশ শ্রেণির এক চাকরি প্রার্থীকে পুজোর আগে চাকরি দিতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের এই বিচারপতি । সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুযায়ী শুক্রবার বিকাল ৫ টার সময় স্কুল সার্ভিস কমিশন এর অফিসে চাকরিপ্রার্থী এবং তাঁর আইনজীবীর সঙ্গে আধিকারিকদের বৈঠক করতে হবে । অভিযোগ ওই চাকরি প্রার্থী মেধাতালিকায় বেশি নম্বর পেয়েও চাকরি পাননি । এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর। তবে, এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের তরফে আদালতে এদিন জানানো হয়, -' গত ২০১৭ সালের মেধাতালিকা অনুযায়ী মূলত মহিলা ক্যাটাগরিতে ইন্টারভিউ নেওয়া হয়েছিল । প্রিয়াঙ্কা সাউয়ের নম্বরের থেকে মহিলা ক্যাটাগরিতে অন্যদের নম্বর বেশি ছিল । তাই তাঁকে চাকরি দেওয়া সম্ভব হয়নি । এরফলে তিনি ওয়েটিং লিস্টে ছিলেন' । তবে.এদিন এজলাসে স্কুল সার্ভিস কমিশনের এই যুক্তি মানতে চাননি বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় । বিচারপতি প্রতুত্তরে জানান,- ''আদালত মনে করছে প্রিয়াঙ্কা সাউয়ের নিয়োগের যৌক্তিকতা রয়েছে '।কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, -' শুক্রবার আবেদনকারী এবং তাঁর আইনজীবীকে নিয়ে বৈঠক করে, আদালতকে আগামী সপ্তাহে রিপোর্ট দিতে হবে ।'' তবে, আদালতের এহেন প্রস্তাবে স্কুল সার্ভিস কমিশন সময় চায় । তবে, ফের বিচারপতি জানান, -' পুজোর আগে চাকরি দিতে হবে । কারণ, চাকরিপ্রার্থী অনেকদিন ধরে অপেক্ষা করছেন । আর আদালত এ সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখেছে' । এরফলে, স্কুল সার্ভিস কমিশন যাই রিপোর্ট দিক না কেন, ওয়াকিবহাল মহল মনে করছে পরবর্তী শুনানির দিন প্রিয়াঙ্কা সাউয়ের চাকরি একপ্রকার পাকা । হাইকোর্টের নির্দেশে শুক্রবার বিকাল ৫টার সময় স্কুল সার্ভিস কমিশনের অফিসে প্রিয়াঙ্কা সাউ এবং তাঁর আইনজীবী বৈঠক করবেন । আগামী বুধবারের মধ্যে স্কুল সার্ভিস কমিশন আবেদনকারীকে বৈঠকের সিদ্ধান্ত জানাবে । এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বৃহস্পতিবার । উল্লেখ্য , উত্তরবঙ্গের কুচবিহারের ববিতা সরকারের করা মামলায় প্রিয়াঙ্কা সাউ-সহ ২০ জন যুক্ত হয়েছিলেন । এদিন প্রিয়াঙ্কা সাউয়ের মামলার শুনানি হলেও, বাকি ১৯ জনের মামলার শুনানি হবে আগামী ২৬ সেপ্টেম্বর বলে জানা গেছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct