এহসানুল হক, বসিরহাট, আপনজন: বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি ভালো কাজের নিরিখে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। সেই টাকা কোথায় ব্যয় হবে তাই নিয়ে বিশেষ আলোচনা সভা বসলো বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাগৃহে। এই সভায় উপস্থিত ছিলেন বসিরহাট সমষ্টি উন্নয়ন আধিকারিক, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জী, বসিরহাট এক নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল দফাদার, বসিরহাট পঞ্চায়েত সমিতির সভাপতি নুরজাহান বিবি, জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক ছাড়াও এলাকার বিভিন্ন পঞ্চায়েত প্রধান সদস্য সদস্যরা। অনুষ্ঠানের শেষে বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জী বলেন, আমরা বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি ভালো কাজের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। প্রায় ২৫ লক্ষ টাকা আমরা পুরষ্কার হিসেবে পেয়েছি। সেই টাকা কোথায় ব্যয় হবে। কি কাজ হবে সেই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আমাদের সবাইকে নিয়ে সিদ্ধান্ত হয়েছে সমস্ত পঞ্চায়েতের উন্নয়নের জন্য তিন লক্ষ টাকা করে দেয়া হবে। পাশাপাশি পঞ্চায়েত সমিতির উন্নয়নের জন্য চার লক্ষ টাকা রাখা থাকবে। এদিন বসিরহাট সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন, আপনাদের আরো ভালো করে কাজ করতে হবে যাতে প্রতিবারই আমরা কেন্দ্রের কাছ থেকে ভালো পুরস্কার নিয়ে আসতে পারি। পাশাপাশি তিনি বলেন, ডেঙ্গু একটা বড় সমস্যা তৈরি হয়েছে এখন তাই সবাইকে ডেঙ্গু নিয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। মানুষকে সতর্ক থাকতে বলবেন নিজে সতর্ক থাকবেন। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যাতে মশা ডিম পাড়তে না পারে। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি নুরজাহান বিবি বলেন, আমাদের ভালো লাগছে, আমরা ২৫ লক্ষ টাকা পুরস্কার পেয়েছি। আগামী দিন আরো ভালো কাজ করার আশা প্রকাশ করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct