আপনজন ডেস্ক: কোচবিহারের দিনহাটার বিধায়ক তথা কমল গুহর পুত্র উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লক ছেড়ে দলে বড় ভাঙন ধরিয়েছিলেন। এবার সেই ফরওয়ার্ড ব্লকে আরও একটা বড় ভাঙন দেখা দিল। ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা বামফ্রন্টের রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি ফরওয়ার্ড ব্লক ছেড়ে দিলেন। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসের কাছে চিঠি পাঠিয়ে তার ক্ষোভের কথা জানিয়ে পদত্যাগ করার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন সাইরানি। ওই চিঠিতে সাইরানি অভিযোগ করেন, দল আর গণতান্ত্রিক পথে চলছে না। দলে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। কাস্তে হাতৃুড়ির ছেড়ে বাঘ থাকা দলের যে প্রতীক তা পরিবর্তন করে শুধু বাঘ রেখে দেওয়ার সিদ্ধান্ত যে তাকে ক্ষোভের চরমে নিয়ে গেছে সে কথাও জানিয়ে দেন।
উল্লেখ্য, ১৯৯৬ ও ২০০১ সালে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থেকে তিনি ফরওয়ার্ড ব্লকের হয়ে বিধায়ক হন। বাম মন্ত্রিসভায় ত্রাণ ও কোঅপারেটিভ মন্ত্রীর দায়িত্বও পালন করেন। তার বড় ভাইও ছিলেন ফরওয়ার্ড ব্লকের বিধায়ক। এমনকী ভাইপো আলি ইমরান রামজও ফব বিধায়ক। ফরওয়ার্ড ব্লকের হয়ে পুরো পরিবার লড়ছিল। সেই পরিবারে এবার ভাঙন দেখা দিল। ফরওয়ার্ড ব্লকের গুরুত্বপূর্ণ নেতা জাফিজ আলম সাইরানি ইতি টানলেন ফরওয়ার্ড ব্লকের সঙ্গে। তবে, তিনি অন্য দলে যোগ দিচ্ছেন কিনা তা এখনও জানা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct