নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের অন্তর্গত প্রাইমারি, এসএসকে, এমএসকে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার মিড ডে মিলের কর্মীরা।এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন হরিশ্চন্দ্র পুর-১ নং ব্লক কমিটির সিটু সংগঠনের নেতাকর্মীরা।উপস্থিত ছিলেন সিটু র জেলা কমিটির সভাপতি প্রণব দাস,সিটুর জেলা সদস্য আরজাউল হক ও মোহাম্মদ আসলাম এবং নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কাউন্সিলের সদস্য মহম্মদ মকেতুল ইসলাম সহ অন্যান্যরা।
এদিন বিক্ষোভকারী কর্মীরা তাদের ১৩ দফা দাবিদাওয়া নিয়ে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় থেকে একটি মিছিল বের করেন।এরপর ব্লক চত্বরে পৌঁছে ঘন্টাখানেক বিক্ষোভ দেখানোর পর বিডিও অনির্বাণ বসুর হাতে ডেপুটেশন তুলে দেন। মিড ডে মিল রন্ধন কর্মীরা জানান, প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন বিদ্যালয়ে তারা ১২ মাস মিড ডে মিলের রান্নার কাজ করে থাকেন। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের বেতন দেওয়া হয় ১০ মাসের। দৈনিক তারা মাত্র ৩ টাকা করে পারিশ্রমিক পান।নামেমাত্র এই বেতনে পরিবার চালাতে হিমসিম খেতে হয় তাদের। পুজোয় বিভিন্ন সরকারি কর্মচারীরা বোনাস পেয়ে থাকেন।অথচ মিড ডে মিল কর্মচারীদের এক পয়সা দেওয়া হয় না।একসময় মিড ডে মিলের কর্মীরা সকালে রন্ধনের কাজ করতে গিয়ে দুপুরে খাবার পেত।সেই খাবারও বন্ধ। এমনকি বাজারও করার দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষকদের। বিডিও অনির্বাণ বসু জানান, তাদের দাবিগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আগামী দিন আরো ভালো কাজ করার আশা প্রকাশ করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct