সুব্রত রায়, কলকাতা, আপনজন: ভুয়ো ও নকল মিলিয়ে রাজ্যে প্রায় ৬২ লাখ রেশন কার্ড বাতিল করা হয়েছে রাজ্যে। বিধানসভায় এমনটাই জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত প্রশ্নের জবাবে বিধানসভায় এ কথা জানান খাদ্যমন্ত্রী। ইতিমধ্যে রাজ্যে অস্তিত্বহীন, মৃত এবং ভুয়ো মিলিয়ে প্রায় ৬২ লাখ ২৪ হাজারের বেশি রেশন কার্ড ব্লক করা হয়েছে বলে জানান তিনি। আগামীতে ধারাবাহিকভাবে ভুয়ো রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে রাজ্য সরকার।খাদ্য ভবন সূত্রে খবর, রাজ্যে প্রায় দেড় কোটি ভুয়ো রেশন কার্ড রয়েছে বলে জানতে পেরেছে খাদ্য দফতরের কর্তারা। আর এই ভুয়ো রেশন কার্ডের কারণে রাজ্য সরকারের বছরে ক্ষতি হচ্ছে প্রায় ১৮০০ কোটি টাকা। এই বিপুল অঙ্কের টাকা ক্ষতি হওয়ার ফলে অবশেষে নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। ভুয়ো কার্ডগুলি ব্লক করার প্রক্রিয়া শুরু করে খাদ্য দফতর। ভুয়ো কার্ড বাতিল করার ফলে প্রতি মাসে ৯০ কোটি টাকারও বেশি সাশ্রয় হচ্ছে সরকারের।খাদ্য দফতরের লক্ষ্য আগামী মার্চ মাসের মধ্যে সব ভুয়ো রেশন কার্ড ব্লক করা। আর তা হলে, খাদ্যশস্য খাতে সরকারের আরও বেশি সাশ্রয় হবে বলেই মনে করছেন খাদ্য দফতরের কর্তারা। তাঁরা জানান, খাদ্য দফতরের সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হলে মাসে প্রায় ১৫০ কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। রেশন কার্ড বাতিল করা নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, ধারাবাহিক ভাবে ভুয়ো রেশন কার্ড নিষ্ক্রিয় করা হবে। বিভিন্ন ভাবে আমাদের দফতরের কর্মীরা যোগাযোগ রাখেন৷ নিষ্ক্রিয় হয়ে থাকা এই কার্ড বাতিল করলে খাদ্য দফতরের সাশ্রয় হবে। আমরা সব দিক খতিয়ে দেখে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি, বলে জানালেন খাদ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct