নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: সম্প্রতি বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ের সংলগ্ন একটি গুদাম থেকে এনআইএ গ্রেফতার করেছিল মাওনেতা সম্রাট চক্রবর্তীকে। এবার শুক্রবার সেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে একটি গাড়ির মধ্যে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করল কোটি টাকা মূল্যের সোনার বাট। বেলঘড়িয়া থানার পুলিশ টহল দেওয়ার সময় একটি গাড়িকে সন্দেহ হওয়ায় তাতে তল্লাশি চালিয়ে ১১ কেজি সোনা উদ্ধার করলো ।একটি মারুতি অল্টো গাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে।পুলিশ গাড়ির চালক সহ ৪ জনকে গ্রেফতার করেছে। দক্ষিণেশ্বর সংলগ্ন ময়লাখলা এলাকায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধারে যাওয়ার পথে টহলরত পুলিশের সন্দেহ হওয়ায়, ওই গাড়িতে তল্লাশি করতেই একটি ব্যাগের মধ্যে থেকে ১১ কেজি সোনার বাট উদ্ধার হয়। যার মুল্য কয়েক কোটি টাকা। একই সাথে উদ্ধার হয় ১১ টি মোবাইল ফোন। ধৃতরা হলেন, নেতাজি রাজারাম পাওয়ার (৩৫), ময়ূর মনোহর পাটিল (২৯), গণেশ চৌহান (২৬) সুরজিৎ মুখার্জি (২৬) । শুক্রবার এই খবর জানান, ব্যারাকপুর কমিশনারেটের ডি সি সাউথ অজয় প্রসাদ। কোটি মূল্যের সোনার বাঁট কোথায় পাচার করা হচ্ছিল এবং এই চক্রের সঙ্গে কাদের যোগাযোগ আছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct