দেবাশীষ পাল, মালদা, আপনজন: মালদা থেকে কাজ করতে যাওয়া এক শ্রমিক নৃশংসভাবে খুন হয়েছিল মুম্বাইতে। বৃহস্পতিবার সকালে মৃত শ্রমিকের কফিনবন্দি দেহ মালদার মোথাবাড়ি গ্রামের বাড়িতে ফিরতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মৃত শ্রমিকের নাম ইত্তেদহ শেখ (২০)। তার বাড়ি মোথাবাড়ি থানার উত্তর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের কাহালা গ্রামে। এদিন সকাল সাড়ে ৫টা নাগাদ মৃতের দেহ অ্যাম্বুলেন্সে পৌঁছায়। দেহ ফিরতেই গোটা কাহালা গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়েন। দোষীকে উপযু্ক্ত শাস্তির দাবি করেন তাঁরা। মুম্বাই-এর পুলিশি তদন্তে উঠে এসেছে এই ঘটনায় ওই গ্রামেরই এক পরিচিত যুক্ত থাকতে পারে। সন্দেহজনক ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ১৯ সেপ্টেম্বর সকালে ইত্তেকার শেখে(২০)দেহ উদ্ধার করে মুম্বই পুলিশ। আম্মেদকরনগরের পারিপাড়ার কাছে এক বাগানের মধ্যে তাঁর গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে সামাজিক মাধ্যমে পরিবারের লোকেরা খুনের ঘটনাটি জানতে পারে। মঙ্গলবার সকাল থেকে মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করে দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। সেই মতো এদিন সকালে বিমানে দেহ পৌঁছায় কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে সড়কপথে অ্যাম্বুলেন্সে করে মোথাবাড়ির বাড়িতে আনা হয়। উত্তর লক্ষীপুর গ্রামের বাসিন্দা ওয়াসিম আক্রাম জানিয়েছেন, ইত্তেহাদ শেখ শান্ত স্বভাবের ছেলে ছিল। কারোর সঙ্গে এমনিতে কোনও গন্ডগোল ছিল না। এই ধরনের ছেলে কী করে খুন হল, কিছুই বুঝতে পারছি না। দুই সপ্তাহ আগে সে মুম্বইয়ে কাজে যায়।এদিকে ইত্তেহাদকে শেষ দেখা দেখতে, এলাকার মানুষেরা তার বাড়িতে ভিড় করেছিল মত। প্রায় দশ দিন আগে ভিন রাজ্যে যাওয়া বয়স কুড়ি এর যুবক এরকম গলাকাটা নৃশংস নিথর দেহ বাড়িতে ফেরা মেনে নিতে পারছে না কেউ। স্থানীয় প্রশাসনের কাছেও দারস্থ হবেন বলে জানিয়েছেন মৃতের পরিবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct