সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ‘জিনিসপত্রের দাম বাড়ছে, মহার্ঘ ভাতা সমস্ত সরকারি কর্মচারী, পুলিশ শিক্ষকদের পাওয়ার কথা। কিন্তু এই সরকার দিচ্ছে না’। অভিযোগ সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিমের। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়া শহরে দলীয় এক কর্মসূচীতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি। সেলিম এদিন আরো বলেন, মহার্ঘ্যভাতা বামপন্থীরা লড়াই করে আদায় করেছে। আদালত ধাক্কা দিচ্ছে অথচ সরকারের কোন লজ্জা নেই। এবার ‘জনগণ বড় ধাক্কা দেবে’ বলে তিনি দাবি করেন।। একই সঙ্গে সমস্ত পঞ্চায়েত ‘লুঠেরাদের হাত থেকে উদ্ধার করে মানুষের হাতে তুলে দেওয়া’র কথা ঘোষণা করেন তিনি। কুড়মি সমাজের অবরোধ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওঁদের শিক্ষা, সংস্কৃতি, রীতি, নীতি, ভাষা, শিক্ষার দাবি যথেষ্ট গণতান্ত্রিক। সব জনগোষ্ঠীর অধিকার আছে স্বতন্ত্র রক্ষা করে এগিয়ে যাওয়া। আর এই কাজে পৃষ্ঠপোষকতা করা সরকারের কাজ। যা রাজ্য বা কেন্দ্র কেউ করছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct