অধ্যায়- ভারতের জনসংখ্যা
সৌনাভ মান্না
শিক্ষক - অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন
অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর- প্রশ্নমান -১
১. পৃথিবীতে জনসংখ্যার বিচারে ভারতের স্থান কত?
উত্তর :- দ্বিতীয় ( প্রথম চিন )।
২. ভারতে আদমশুমারী রিপোর্ট কত বছর অন্তর প্রকাশিত হয়?
উত্তর :- দশ বছর।
৩. ভারতে সরকারি ভাবে জনগণনা শুরু হয় কবে থেকে?
উত্তর :- ১৮৮১ সাল থেকে।
৪. ২০১১ সালের জনগণনা ছিল ভারতের কততম জনগণনা?
উত্তর :- পঞ্চদশ আদমশুমারী।
৫. ভারতের বৃহত্তম মহানগর কি?
উত্তর :- মুম্বাই।
৬. পৃথিবীর মোট জনসংখ্যার ভারতে কত শতাংশ বসবাস করে?
উত্তর :- ১৭.৫%
৭. আদমশুমারী কি?
উত্তর :- কোনো দেশের জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান সংগ্রহ করার পদ্ধতি আদমশুমারী নামে পরিচিত।
৮. ২০১১ সালের আদমশুমারীর স্লোগান কি ছিল?
উত্তর :- OUR CENSUS, OUR FUTURE।
৯. ২০১১ খিস্টাব্দের আদমশুমারীর অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটি?
উত্তর :- 53 টি।
১০. ব্রুন্টল্যান্ড কমিশনের রিপোর্ট পেশ করা হয় কবে?
উত্তর :- ১৮৮৭ সালে।
১১. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের গড় জনঘনত্ব কত?
উত্তর :- প্রতি বর্গ কিমিতে ৩৮২ জন।
১২.ভারতে যে সকল শহরের লোকসংখ্যা ৫০ লক্ষের বেশি তাকে কি বলা হয়?
উত্তর :- মেগাসিটি।
১৩. ২০১১ সালের
আদমশুমারী অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত?
উত্তর :- ১২১.০২ কোটি।
১৪. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট মেগাসিটির সংখ্যা কটি?
উত্তর :- ৬ টি.
১৫. ২০১১ সালের জনগননা অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কি??
উত্তর :- ১. বিহার. ২. পশ্চিমবঙ্গ. ৩ কেরালা।
১৬. ২০১১ সালের জনগননা অনুযায়ী ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কি?
উত্তর :- ১. উত্তরপ্রদেশ. ২. মহারাষ্ট্র. ৩. বিহার
১৭. ভারতের যে রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম আছে?
উত্তর :- অরুণাচল প্রদেশ.
১৮. ২০১১ জনগণনা অনুযায়ী ভারতের যে রাজ্যে সাক্ষরতা সবচেয়ে কম?
উত্তর :- বিহার.
১৯. ২০১১ জনগণনা অনুযায়ী ভারতের যে রাজ্যে সাক্ষরতা বেশি?
উত্তর :- কেরালা.
২০. ২০১১ সালের জনগননায় যে রাজ্যে পুরুষ সাক্ষরতা প্রথম?
উত্তর :- মিজোরাম.
২১.২০১১ সালের জনগননায় যে রাজ্যে মহিলা সাক্ষরতা প্রথম?
উত্তর :- কেরালা.
২২. ভারতের যে রাজ্যে জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক?
উত্তর :- মেঘালয়.
২৩. ভারতের যে রাজ্যে জনসংখ্যার বৃদ্ধির হার সর্বনিম্ন?
উত্তর :- নাগাল্যান্ড।
২৪. ভারতের যে রাজ্যে শহর জনসংখ্যা বেশি?
উত্তর :- গোয়া.
২৫. ভারতের যে রাজ্যে শহর জনসংখ্যা কম?
উত্তর :- হিমাচল প্রদেশ।
২৬. স্থিতিশীল উন্নয়ন কথাটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর :- এভা বেলফোর।
২৭. ভারতে যে সব শহরের জনসংখ্যা এক লক্ষের বেশি কিন্তু ১০ লক্ষের কম সেগুলিকে বলা হয় কি?
উত্তর :- নগর।
২৮. ২০১১ সালের আদমশুমারী অনুসারে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক জনঘনত্ব কার?
উত্তর :- দিল্লী
২৯. ২০১১ সালের আদমশুমারী অনুসারে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বনিম্ন জনঘনত্ব কার?
উত্তর :- আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জ।
৩০. ভারতে নারী পুরুষ অনুপাত কম কোন রাজ্যে?
উত্তর :- হরিয়ানা.
৩১. ভারতে নারী পুরুষ অনুপাত বেশি কোন রাজ্যে?
উত্তর :- কেরালা.
৩২. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা কম?
উত্তর :- লাক্ষাদ্বীপ
৩৩. ভারতের বৃহতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তর - লাদাখ
৩৪. ভারতের প্রথম স্মার্ট সিটি কোনটি?
উত্তর :- দিল্লী.
৩৫.ভারতের রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা কম যে রাজ্যে?
উত্তর :- সিকিম
৩৬. জনসংখ্যা বৃদ্ধির স্থিতিশীল অবস্থা কে কি বলে?
উত্তর :- শূন্য জনসংখ্যা
৩৭. কোনো দেশের জনসংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পেলে তাকে কি বলে?
উত্তর :- জনবিস্ফোরণ
৩৮. স্থিতিশীল উন্নয়নের ধারণা কোন কমিশনে প্রথম বলা হয়?
উত্তর :- ব্রুন্টল্যান্ড কমিশন
৩৯. ব্রুন্টল্যান্ড কমিশন ১৮৫৭ সালে যে রিপোর্ট পেশ করেন তার নাম কি?
উত্তর :- OUR COMMON FUTURE.
৪০. WCED পুরো কথা কি?
উত্তর :- World Commission Of Environmental and Development.
৪১. WCED এর সভাপতি কে?
উত্তর :- গ্রো হারলেম ব্রুন্টল্যান্ড.
৪২. WCED যে রিপোর্ট পেশ করেন তার নাম কি?
উত্তর :- OUR COMMON FUTURE.
৪৩. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের কত শতাংশ লোক শহরবাসি?
উত্তর :- ৩১.১৬%.( গ্রামবাসি ৬৯%)
৪৪. কোনো দেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যা অপেক্ষা বেশি হলে তাকে কি বলে?
উত্তর :- অতি জনাকীর্ণতা
৪৫. কোনো দেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যা অপেক্ষা কম হলে তাকে কি বলে?
উত্তর :- জনস্বল্পতা.
৪৬. ২০১১ জনগণনা অনুযায়ী সর্বাধিক জেলা কি?
উত্তর :- মিজোরামের সারচিফ।
৪৭. ২০১১ জনগণনা অনুযায়ী সর্বনিম্ন জেলা কি?
উত্তর :- মধ্যপ্রদেশের আলিরাজপুর।
৪৮. নারী শিক্ষায় বৃহতম ও ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কি?
উত্তর -: বৃহত্তম - লাক্ষাদ্বীপ
ক্ষুদ্রতম - দাদরা ও নগর হাভেলি.
৪৯. নারী পুরুষ অনুপাতে সর্বাধিক ও সর্বনিম্ন কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তর :- সর্বাধিক - পুদুচেরি
সর্বনিম্ন -দমন.
৫০. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের বৃহতম জেলা কোনটি?
উত্তর :- কচ্ছ( আয়তন ), থানে ( জনসংখ্যা ).
৫১. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তর :- মাহে ( আয়তন ).
৫২. জনঘনতের বিচারে বৃহত্তম জেলা কোনটি?
উত্তর :- উত্তর পূর্ব দিল্লী.
৫৩. জনঘনতের বিচারে ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তর :- দিবং (1 জন ).
৫৪. 2011 জনগণনা অনুযায়ী ভারতের নারী পুরুষ অনুপাত কত?
উত্তর :- ৯৪০:১০০০.
৫৫. বেবি বুম কখন দেখা গিয়েছিলো?
উত্তর :- ১৯৬১-২০০১.
৫৬. ২০১১ জনগননা অনুযায়ী ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর :- ১.৭৬%
৫৭. গোলাপি শহর বলা হয় কাকে?
উত্তর :- জয়পুর.
৫8. ভারতের প্রবেশেদ্বার কাকে বলে?
উত্তর :- মুম্বাই.
৫৫. উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে?
উত্তর :- শিলিগুড়ি.
৫৬. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে?
উত্তর :- বেঙ্গালুরু.
৫৭. মশলার শহর কাকে বলে?
উত্তর :- কোচি.
৫৮. কমলালেবুর শহর কাকে বলে?
উত্তর :- নাগপুর.
৫৯. দক্ষিণ ভারতের কাশি কাজে বলে?
উত্তর - মাদুরাই.
৬০.ভারতে তপসিলি উপজাতি বাস করে কোথায় বেশি?
উত্তর :- ১. মিজোরাম. ২. নাগাল্যান্ড. ৩.মেঘালয়
৬১. ভারতে তপসিলি জাতি বাস করে কোথায় বেশি?
উত্তর :- পাঞ্জাব.
৬২. ২০১১ জনগণনায় ভারতের গড় সাক্ষরতা কত?
উত্তর :- ৭৪.০৪%
৬৩. ২০১১ জনগণনা অনুযায়ী ভারতে মোট শহরের সংখ্যা কত?
উত্তর :- ৭৯৩৫.
৬৪. মেগালোপলিস কথাটি প্রথম ব্যবহার করেন কে?
উত্তর :- জীন গোটম্যান.
৬৫. আদমশুমারী কথার অর্থ কি?
উত্তর :- জনগণনা.
৬৬. ২০১১ সালের আদমশুমারী স্বাধীন ভারতের কততম?
উত্তর :- সপ্তম.
৬৭. BIMARU বা বিমারু রাজ্যে কি?
উত্তর :- ১৯৮৫ সালে জনসংখ্যাবিদ আশীষ বোস তদনিতন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কে জাতীয় জনসংখ্যার বৃদ্ধির হার সম্পর্কে একটি রিপোর্ট পেশ করার সময় BIMARU নামক সংক্ষিপ্ত নির্দেশক শব্দ টি ব্যবহার করেন। উত্তর ভারতের চারটি রাজ্যর বিহার, উত্তরপ্রদেশে, রাজস্থান, মধ্যপ্রদেশ এর গড় আয়ু, গড় আয়, শিক্ষার হার, নারী উন্নয়ন সব কিছুতেই নিম্নমানের সূচক নির্দেশ করে।
৬৮. ভারতের পুরুষ সাক্ষরতার হার কত?
উত্তর :- ৮২.১৪%
৬৯. Brain gain বা ব্রেন গেইন কি?
উত্তর :- আন্তর্জাতিক পরিব্রাজনের ফলে উন্নতিশীল দেশ গুলি থেকে বুদ্ধিজীবী মানুষ উন্নত দেশগুলিতে চলে যায়. একে বলে ব্রেন গেইন। উন্নত দেশ গুলিতে যা ব্রেন গেইন, উন্নয়নশীল দেশগুলিতে তাই ব্রেন ড্রেন।
৭০. ভারতে মহিলা সাক্ষরতার হার কত?
উত্তর :- ৬৫.৪৬%অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর- প্রশ্নমান -১
১. পৃথিবীতে জনসংখ্যার বিচারে ভারতের স্থান কত?
উত্তর :- দ্বিতীয় ( প্রথম চিন )।
২. ভারতে আদমশুমারী রিপোর্ট কত বছর অন্তর প্রকাশিত হয়?
উত্তর :- দশ বছর।
৩. ভারতে সরকারি ভাবে জনগণনা শুরু হয় কবে থেকে?
উত্তর :- ১৮৮১ সাল থেকে।
৪. ২০১১ সালের জনগণনা ছিল ভারতের কততম জনগণনা?
উত্তর :- পঞ্চদশ আদমশুমারী।
৫. ভারতের বৃহত্তম মহানগর কি?
উত্তর :- মুম্বাই।
৬. পৃথিবীর মোট জনসংখ্যার ভারতে কত শতাংশ বসবাস করে?
উত্তর :- ১৭.৫%
৭. আদমশুমারী কি?
উত্তর :- কোনো দেশের জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান সংগ্রহ করার পদ্ধতি আদমশুমারী নামে পরিচিত।
৮. ২০১১ সালের আদমশুমারীর স্লোগান কি ছিল?
উত্তর :- OUR CENSUS, OUR FUTURE।
৯. ২০১১ খিস্টাব্দের আদমশুমারীর অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটি?
উত্তর :- 53 টি।
১০. ব্রুন্টল্যান্ড কমিশনের রিপোর্ট পেশ করা হয় কবে?
উত্তর :- ১৮৮৭ সালে।
১১. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের গড় জনঘনত্ব কত?
উত্তর :- প্রতি বর্গ কিমিতে ৩৮২ জন।
১২.ভারতে যে সকল শহরের লোকসংখ্যা ৫০ লক্ষের বেশি তাকে কি বলা হয়?
উত্তর :- মেগাসিটি।
১৩. ২০১১ সালের
আদমশুমারী অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত?
উত্তর :- ১২১.০২ কোটি।
১৪. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট মেগাসিটির সংখ্যা কটি?
উত্তর :- ৬ টি.
১৫. ২০১১ সালের জনগননা অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কি??
উত্তর :- ১. বিহার. ২. পশ্চিমবঙ্গ. ৩ কেরালা।
১৬. ২০১১ সালের জনগননা অনুযায়ী ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কি?
উত্তর :- ১. উত্তরপ্রদেশ. ২. মহারাষ্ট্র. ৩. বিহার
১৭. ভারতের যে রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম আছে?
উত্তর :- অরুণাচল প্রদেশ.
১৮. ২০১১ জনগণনা অনুযায়ী ভারতের যে রাজ্যে সাক্ষরতা সবচেয়ে কম?
উত্তর :- বিহার.
১৯. ২০১১ জনগণনা অনুযায়ী ভারতের যে রাজ্যে সাক্ষরতা বেশি?
উত্তর :- কেরালা.
২০. ২০১১ সালের জনগননায় যে রাজ্যে পুরুষ সাক্ষরতা প্রথম?
উত্তর :- মিজোরাম.
২১.২০১১ সালের জনগননায় যে রাজ্যে মহিলা সাক্ষরতা প্রথম?
উত্তর :- কেরালা.
২২. ভারতের যে রাজ্যে জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক?
উত্তর :- মেঘালয়.
২৩. ভারতের যে রাজ্যে জনসংখ্যার বৃদ্ধির হার সর্বনিম্ন?
উত্তর :- নাগাল্যান্ড।
২৪. ভারতের যে রাজ্যে শহর জনসংখ্যা বেশি?
উত্তর :- গোয়া.
২৫. ভারতের যে রাজ্যে শহর জনসংখ্যা কম?
উত্তর :- হিমাচল প্রদেশ।
২৬. স্থিতিশীল উন্নয়ন কথাটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর :- এভা বেলফোর।
২৭. ভারতে যে সব শহরের জনসংখ্যা এক লক্ষের বেশি কিন্তু ১০ লক্ষের কম সেগুলিকে বলা হয় কি?
উত্তর :- নগর।
২৮. ২০১১ সালের আদমশুমারী অনুসারে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক জনঘনত্ব কার?
উত্তর :- দিল্লী
২৯. ২০১১ সালের আদমশুমারী অনুসারে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বনিম্ন জনঘনত্ব কার?
উত্তর :- আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জ।
৩০. ভারতে নারী পুরুষ অনুপাত কম কোন রাজ্যে?
উত্তর :- হরিয়ানা.
৩১. ভারতে নারী পুরুষ অনুপাত বেশি কোন রাজ্যে?
উত্তর :- কেরালা.
৩২. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা কম?
উত্তর :- লাক্ষাদ্বীপ
৩৩. ভারতের বৃহতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তর - লাদাখ
৩৪. ভারতের প্রথম স্মার্ট সিটি কোনটি?
উত্তর :- দিল্লী.
৩৫.ভারতের রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা কম যে রাজ্যে?
উত্তর :- সিকিম
৩৬. জনসংখ্যা বৃদ্ধির স্থিতিশীল অবস্থা কে কি বলে?
উত্তর :- শূন্য জনসংখ্যা
৩৭. কোনো দেশের জনসংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পেলে তাকে কি বলে?
উত্তর :- জনবিস্ফোরণ
৩৮. স্থিতিশীল উন্নয়নের ধারণা কোন কমিশনে প্রথম বলা হয়?
উত্তর :- ব্রুন্টল্যান্ড কমিশন
৩৯. ব্রুন্টল্যান্ড কমিশন ১৮৫৭ সালে যে রিপোর্ট পেশ করেন তার নাম কি?
উত্তর :- OUR COMMON FUTURE.
৪০. WCED পুরো কথা কি?
উত্তর :- World Commission Of Environmental and Development.
৪১. WCED এর সভাপতি কে?
উত্তর :- গ্রো হারলেম ব্রুন্টল্যান্ড.
৪২. WCED যে রিপোর্ট পেশ করেন তার নাম কি?
উত্তর :- OUR COMMON FUTURE.
৪৩. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের কত শতাংশ লোক শহরবাসি?
উত্তর :- ৩১.১৬%.( গ্রামবাসি ৬৯%)
৪৪. কোনো দেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যা অপেক্ষা বেশি হলে তাকে কি বলে?
উত্তর :- অতি জনাকীর্ণতা
৪৫. কোনো দেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যা অপেক্ষা কম হলে তাকে কি বলে?
উত্তর :- জনস্বল্পতা.
৪৬. ২০১১ জনগণনা অনুযায়ী সর্বাধিক জেলা কি?
উত্তর :- মিজোরামের সারচিফ।
৪৭. ২০১১ জনগণনা অনুযায়ী সর্বনিম্ন জেলা কি?
উত্তর :- মধ্যপ্রদেশের আলিরাজপুর।
৪৮. নারী শিক্ষায় বৃহতম ও ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কি?
উত্তর -: বৃহত্তম - লাক্ষাদ্বীপ
ক্ষুদ্রতম - দাদরা ও নগর হাভেলি.
৪৯. নারী পুরুষ অনুপাতে সর্বাধিক ও সর্বনিম্ন কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তর :- সর্বাধিক - পুদুচেরি
সর্বনিম্ন -দমন.
৫০. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের বৃহতম জেলা কোনটি?
উত্তর :- কচ্ছ( আয়তন ), থানে ( জনসংখ্যা ).
৫১. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তর :- মাহে ( আয়তন ).
৫২. জনঘনতের বিচারে বৃহত্তম জেলা কোনটি?
উত্তর :- উত্তর পূর্ব দিল্লী.
৫৩. জনঘনতের বিচারে ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তর :- দিবং (1 জন ).
৫৪. 2011 জনগণনা অনুযায়ী ভারতের নারী পুরুষ অনুপাত কত?
উত্তর :- ৯৪০:১০০০.
৫৫. বেবি বুম কখন দেখা গিয়েছিলো?
উত্তর :- ১৯৬১-২০০১.
৫৬. ২০১১ জনগননা অনুযায়ী ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর :- ১.৭৬%
৫৭. গোলাপি শহর বলা হয় কাকে?
উত্তর :- জয়পুর.
৫8. ভারতের প্রবেশেদ্বার কাকে বলে?
উত্তর :- মুম্বাই.
৫৫. উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে?
উত্তর :- শিলিগুড়ি.
৫৬. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে?
উত্তর :- বেঙ্গালুরু.
৫৭. মশলার শহর কাকে বলে?
উত্তর :- কোচি.
৫৮. কমলালেবুর শহর কাকে বলে?
উত্তর :- নাগপুর.
৫৯. দক্ষিণ ভারতের কাশি কাজে বলে?
উত্তর - মাদুরাই.
৬০.ভারতে তপসিলি উপজাতি বাস করে কোথায় বেশি?
উত্তর :- ১. মিজোরাম. ২. নাগাল্যান্ড. ৩.মেঘালয়
৬১. ভারতে তপসিলি জাতি বাস করে কোথায় বেশি?
উত্তর :- পাঞ্জাব.
৬২. ২০১১ জনগণনায় ভারতের গড় সাক্ষরতা কত?
উত্তর :- ৭৪.০৪%
৬৩. ২০১১ জনগণনা অনুযায়ী ভারতে মোট শহরের সংখ্যা কত?
উত্তর :- ৭৯৩৫.
৬৪. মেগালোপলিস কথাটি প্রথম ব্যবহার করেন কে?
উত্তর :- জীন গোটম্যান.
৬৫. আদমশুমারী কথার অর্থ কি?
উত্তর :- জনগণনা.
৬৬. ২০১১ সালের আদমশুমারী স্বাধীন ভারতের কততম?
উত্তর :- সপ্তম.
৬৭. BIMARU বা বিমারু রাজ্যে কি?
উত্তর :- ১৯৮৫ সালে জনসংখ্যাবিদ আশীষ বোস তদনিতন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কে জাতীয় জনসংখ্যার বৃদ্ধির হার সম্পর্কে একটি রিপোর্ট পেশ করার সময় BIMARU নামক সংক্ষিপ্ত নির্দেশক শব্দ টি ব্যবহার করেন। উত্তর ভারতের চারটি রাজ্যর বিহার, উত্তরপ্রদেশে, রাজস্থান, মধ্যপ্রদেশ এর গড় আয়ু, গড় আয়, শিক্ষার হার, নারী উন্নয়ন সব কিছুতেই নিম্নমানের সূচক নির্দেশ করে।
৬৮. ভারতের পুরুষ সাক্ষরতার হার কত?
উত্তর :- ৮২.১৪%
৬৯. Brain gain বা ব্রেন গেইন কি?
উত্তর :- আন্তর্জাতিক পরিব্রাজনের ফলে উন্নতিশীল দেশ গুলি থেকে বুদ্ধিজীবী মানুষ উন্নত দেশগুলিতে চলে যায়. একে বলে ব্রেন গেইন। উন্নত দেশ গুলিতে যা ব্রেন গেইন, উন্নয়নশীল দেশগুলিতে তাই ব্রেন ড্রেন।
৭০. ভারতে মহিলা সাক্ষরতার হার কত?
উত্তর :- ৬৫.৪৬%
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct