নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ ডিএ নিয়ে রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে।মামলাকারীদের আগেকার আবেদনটি ক্রুটিযুক্ত হওয়ায় পুনরায় আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারীদের।তবে এদিনই নুতন করে আদালত অবমাননার জন্য আবেদন জমা করে থাকে। যার শুনানিতে রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবের বিরুদ্ধে কেন আদালত অবমাননায় অভিযুক্ত করা যাবেনা? তা জানতে চেয়েছে আদালত রাজ্যের শীর্ষ দুই আমলাদের কাছে। আগামী ৪ নভেম্বরের মধ্যে তাঁদের কে হলফনামা দিতে হবে। রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবের বিরুদ্ধে কেন জারি হবে না আদালত অবমাননার রুল? ব্যাখ্যা চেয়ে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ৯ নভেম্বর। মহার্ঘ ভাতা মামলায় রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে কর্মচারী সংগঠনগুলি। সেই মামলাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ডিএ না মেটানোয় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এই মামলা বিচারাধীন রেখেছে হাইকোর্ট। সেই মামলার শুনানি হবে আগামী ৭ নভেম্বর। তবে এই অবমাননার রুল মামলা আলাদা করে নজরে রেখেছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। ১৯ অগাস্ট সেই মেয়াদ শেষ হয়ে যায়। এরপরেই রাজ্যের তরফে আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। তবে এদিন সেই আর্জি খারিজ হয়ে গেছে।রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা মামলায় বৃহস্পতিবার রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট । এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অর্থসচিব মনোজ পন্থকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল।এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী ৪ নভেম্বরের মধ্যে মুখ্যসচিব ও অর্থসচিবকে জানাতে হবে, কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হবে না? গত ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দিতে হবে। শুধু তাই নয় বকেয়া টাকা মেটাতে হবে তিন মাসের মধ্যে। ১৯ অগস্ট সেই সময়সীমা পার হওয়ার পর কর্মচারীদের সংগঠন আদালত অবমাননার মামলা দায়ের করে থাকে হাইকোর্টে।সুত্রে প্রকাশ, কলকাতা হাইকোর্টে আইনী ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন। তবে সুপ্রিম কোর্টে আগেই ক্যাভিয়েট দাখিল করে রেখেছে রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct