নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এর ডিভিশন বেঞ্চ ডিএ নিয়ে রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিলো । বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বহাল রেখেছে ডিএ নিয়ে আগেকার নির্দেশিকাটি। ঠিক এইরকম পরিস্থিতিতে এই রায় ঘোষণা পরবর্তীতে রাজ্যের এজি সহ অন্যান্য সরকার পক্ষের আইনজীবীদের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল পিটিশন দাখিল করার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। যদিও ইতিমধ্যেই মামলাকারীরা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন, যাতে একতরফা শুনানি না ঘটে। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। মহার্ঘ ভাতা মামলায় বৃহস্পতিবার রায় পুনর্বিবেচনা করতে রাজ্যের আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।রাজ্যের আর্জি খারিজ করে গত ২০ মে'র রায়ই বহাল রাখার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ । ডিভিশন বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার।উল্লেখ্য, ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের লড়াই টানা ৬ বছরের বেশি সময়কাল ধরে চলছে । ডিএ মামলায় গত ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে, তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে রাজ্যকে। সেই সময়সীমা শেষ হয়েছিল গত ১৯ অগস্ট। তবে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ডিএ না মেটানোয় সম্প্রতি রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয় হাইকোর্টে। বৃহস্পতিবার এই মামলা বিচারাধীন রেখেছে । আগামী ৭ নভেম্বর আদালত অবমাননার মামলাটির শুনানি রয়েছে বলে জানা গেছে। ডিএ নিয়ে মূল মামলার রায় পুনর্বিবেচনার আর্জি সম্পর্কে রায় দিতে গিয়ে আদালত এদিন জানিয়েছে, -' পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করা হচ্ছে না। দীর্ঘ শুনানি শেষের পর কী ভুল আছে, খুঁজে বার করা আদালতের দায়িত্ব নয়। 'ডিটেলস এনকোয়ারি' বা 'স্ক্রুটিনি' যা রাজ্য বলছে, আর প্রয়োজন নেই। রাজ্যের আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই'। উল্লেখ্য, গত ২০ মে ডিভিশন বেঞ্চের নির্দেশানুযায়ী, রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৩৪ শতাংশ হারে ডিএ পান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct