সুব্রত রায়, কলকাতা, আপনজন: দীর্ঘ দু বছরের করোনাকাল কাটিয়ে এবার গোটা বঙ্গ মেতে উঠেছে শারদ উৎসবে। বৃহস্পতিবার থেকেই শহরে পূজোর উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের পূজা মন্ডপ গুলিতে ব্যাপক ভিড় হবে এই আগাম ভাবনা থেকে তৎপর হয়ে উঠেছে কলকাতা পুলিশ। শহরের বড় পূজো মণ্ডপ গুলিতে লালবাজারের কর্তারা পরিদর্শন শুরু করেছেন । দক্ষিণ থেকে উত্তর মধ্য থেকে পূর্ব কলকাতায় যেখানে যেখানে বড় পুজো মন্ডপ রয়েছে, অর্থাৎ যেখানে ব্যাপক ভিড় হওয়ার আশঙ্কা, সেই পুজো মণ্ডপ গুলিতে দর্শকদের প্রবেশ ও বাহির গেট কতটা উন্মুক্ত থাকছে তা খতিয়ে দেখছেন লালবাজারের কর্তারা। পুজো কমিটির সদস্য এবং ক্লাব কর্তাদের পাশেই রেখে যেখানেই মনে হচ্ছে এখনই মন্ডপে ঢোকা ও বেরোনোর দ্বার চওড়া করার প্রয়োজন সেই নির্দেশ দিচ্ছেন আইপিএস কর্তারা । জানা গিয়েছে, খুব শীঘ্রই চলতি সপ্তাহে শহরের বড় পুজো মণ্ডপগুলির নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য সবকিছু খুঁটিয়ে দেখবেন কলকাতার পুলিশ কমিশনার বিনিত গোয়েল। তার আগে বৃহস্পতিবার নিউ আলিপুর সুরুচি সংঘের দুর্গা পুজো মণ্ডপ পরিদর্শন করলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার l বেশ কিছুক্ষণ সুরুচি সংঘের মন্ডপে প্রবেশ ও বাহির গেটের পরিমাপ খতিয়ে দেখার পাশাপাশি কিভাবে দর্শকদের মন্ডপে প্রবেশ করানো হবে তার সবকিছুই তিনি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। তার সঙ্গে ছিলেন ,কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মেঘারিয়া সহ অন্যান্য পুলিশকর্তারা। মন্ডপগুলি ঘুরে দেখে কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার জানান, তিনি নিরাপত্তা নিয়ে সমস্ত রকম নির্দেশ দিয়েছেন। পুজোর কদিন পূজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশকর্মীরা ভিড় সামলাবেন । কোথাও যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, তাতে সজাগ দৃষ্টি থাকবে কলকাতা পুলিশের। এ বছর ভিড় বেশি হবে এ কথা মাথায় রেখে চতুর্থীর দিন থেকে কলকাতা পুলিশ রাস্তায় নামছে। অপরদিকে সুরুচি সংঘের উদ্যোক্তা স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, পুজোর কদিন শহরে দুর্গাপুজোর ভিড় সামলানোর দায়িত্ব শুধু পুলিশের নয়।m, পুজো উদ্যোক্তা ও ক্লাব কমিটির সদস্যদের ও পাশে থেকে সহযোগিতার হাত বাড়াতে হবে। ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে যে সম্মান দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবকে যে পর্যায়ে নিয়ে গেছেন ,তার মান ধরে রাখার ভার এখন সকল পুজো উদ্যোক্তাদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct