সুব্রত রায়, কলকাতা, আপনজন: কর্মীদের প্রতি সহানুভূতিশীল রাজ্য সরকার। পুজোর আবহে মাস শেষের আগে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগে কর্মীদের মাসের বেতন মিটিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল রাজ্য অর্থ দফতর। শুধু বেতন নয়, রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনও আগেভাগেই দেওয়া হবে বলে জানানো হয়েছে।আগামী অক্টোবর মাসের শুরুতেই দুর্গাপুজো। পুজো উপলক্ষে ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারি দফতর বন্ধ থাকবে। শনিবার মহাষষ্ঠী, রবিবার মহাসপ্তমী। সপ্তমী থেকেই বন্ধ হয়ে যাবে ব্যাঙ্কের কাজও। ফলে আর্থিক লেনদেনেও সমস্যা হবে। সেই কারণে আগেভাগেই বেতনের টাকা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করল সরকার। সেপ্টেম্বর মাসের ২৮ তারিখে বেতন মিটিয়ে দেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওইদিনই স্কুলশিক্ষক, পুরকর্মী-সহ রাজ্য সরকারের অধীনস্থ আধা সরকারি কর্মচারীদের বেতন মিলবে। শুধু বেতন নয়, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনও আগে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পাবেন।অন্যদিকে রাজ্য সরকারের দুটি সামাজিক প্রকল্প ‘জয় বাংলা’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকাও চলতি মাসের ২৬ তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে। পুজোর আগে সরকারের এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মীরা। একইসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আওতাভূক্ত মহিলারাও আগে টাকা পাওয়ার ঘোষণা শুনে খুশি প্রকাশ করেছেন। প্রসঙ্গত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০০ টাকা করে পান। যা তাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলে তাঁরা উপকৃত হবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct