সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: মঙ্গলবার দুবরাজপুর ব্লকের সদাইপুর থানা এলাকার দুর্গাপূজা কমিটির হাতে মুখ্যমন্ত্রী প্রেরিত চেক প্রদান করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। বিভিন্ন পুজো কমিটির হাতে শুধু চেক তুলে দেওয়া নয় তার পাশাপাশি আগামী দুর্গাপুজোতে কমিটিগুলোর কি কি করনীয় তা আলোকপাত করেন। এদিন বক্রেশ্বর সোনাঝুরি কমিউনিটি হলে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিঞা, বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র, রত্নাকর মণ্ডল, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগ্দী, সিউড়ি ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সুবোধ কুমার মণ্ডল, চিনপাই গ্রাম পঞ্চায়েত প্রধান বিপদতারন ডোম, ভূরকোনা গ্রাম পঞ্চায়েত প্রধান রেখা বাগ্দী সহ দমকল বিভাগ ও বিদ্যুৎ বিভাগের আধিকারিক সহ অন্যান্যরা। সদাইপুর থানার পক্ষ থেকে জানানো হয়, হাইকোর্টের নির্দেশ মোতাবেক এবার পুজোয় ডিজে বক্স বাজানো নিষিদ্ধ রয়েছে। তাছাড়াও প্রতিটি পুজো কমিটিগুলোকে থানার সাথে একটি হোয়াটস্অ্যাপ গ্রুপে যুক্ত করা হবে। পুজো সংক্রান্ত কোনো জরুরি বার্তা এলে এই গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ ও অগ্নি নির্বাপণ কেন্দ্রের পক্ষ থেকেও কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct