দেবাশীষ পাল, মালদা, আপনজন: তথ্য আদান প্রদান সহ ২০ দফা দাবিতে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে অঙ্গনওযাড়ি কর্মীদের শহর জুড়ে মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হল। মঙ্গলবার ব্যানার প্লাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। অঙ্গনওয়াড়ি কর্মীরা মূলত মা ও শিশুদের নিয়ে জেলায় কাজ করেন। সরকারী নির্দেশ ছিল বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ বেতন বৃদ্ধি করে ২১হাজার টাকা করার দাবি জানানো হয়। তারা বলেন, এর আগেও আমরা প্রশাসনকে জানিয়েছি। কিন্তু শুধুমাত্র প্রতিশ্রুতি দিচ্ছেন। অথচ কোন কাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। বিক্ষোভকারী কর্মীরা জানান, যদি কোন ব্যবস্থা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct