এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: আপনজনঃ ২০ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিললো উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার দুই নাবালক ভাইবোনের। নিখোঁজ দুই ভাই-বোনকে নেপাল সীমান্ত থেকে উদ্ধার করল গাইঘাটা থানার পুলিশ। পুলিশের তৎপরতায় দুই ছেলেমেয়েকে ফিরে পেয়ে খুশি পরিবার। গাইঘাটা থানার পুলিশের ভুমিকায় সন্তোষ প্রকাশ করেছেন দুই নাবালক ভাইবোনের বাবা। পুলিশ এবং পরিবার সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটা থানার শিমুলপুর পঞ্চায়েতের বনিকপাড়ার এক দম্পতি কাজে বেরিয়ে যাওয়ার পর হঠাৎই নিখোঁজ হয়ে যায় ১৩ বছরের এক মেয়ে এবং ১১ বছরের এক ছেলে। জানা গিয়েছে স্বামী-স্ত্রী দুজনেই কাজে বেরিয়ে যাওয়ায় ওই দম্পতির নাবালক তিন ছেলেমেয়েকে একা থাকতে হতো। গত ১ সেপ্টেম্বর কাজ থেকে ফিরে ওই দম্পতি তাদের ছোট ছেলের কাছ থেকে জানতে পারে নাবালিকা দুই ভাই বোন কোনো এক মেয়ের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অনেক খোঁজ করার পরেও দুই সন্তানের কোনও সন্ধান না পেয়ে এরপর এই দম্পতি গাইঘাটা থানার দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে গাইঘাটা থানার পুলিশ তদন্ত শুরু করে। বেশ কয়েকদিন কেটে যাওয়ার নপর অবশেষে বিশেষ সূত্র মারফত গাইঘাটা থানার পুলিশ জানতে পারে যে, নিখোঁজ ওই দুই নাবালক ভাইবোন বিহারের নেপাল সীমান্তের রাক্সসুরা এলাকায় রয়েছে। এরপর গাইঘাটা থানার একটি বিশেষ দল সেখানে পৌঁছে এই দুই নাবালিকা ভাইবোনকে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এর সঙ্গে পাচারচক্রের যোগ রয়েছে কী না পুলিশ তদন্ত শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct