এহসানুল হক, বসিরহাট, আপনজন: ডেঙ্গু মোকাবিলায় তৎপরতা দেখা গেল টাকি পুরসভার পক্ষ থেকে। টাকি পুরসভার আসপাশের হাইড্রেনে পুর স্বাস্থ্য আধিকারিক, কর্মীদের নিয়ে গাপ্পি মাছ ছারলেন ভাইস চেয়ারম্যান ফারুক গাজী । এদিন দু হাজার গাপ্পি মাছ ছাড়া হয়েছে বলে জানান পুরপ্রধান ও উপ পৌরপ্রধান। এই গাপ্পি মাছ ছাড়ার ফলে মশার লার্ভা জন্মাতে পারবে না, মাছ তা খেয়ে ফেলবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরসভার স্বাস্থ্য দপ্তর প্রতিদিনই তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে বলেও জানানো হয়। যতদিন বর্ষা চলবে ততদিন পুরসভার ১৬ টি ওয়ার্ডেই এই কর্মসূচি চলবে এবং তারই সাথে চলবে নজরদারি। ১৬টি ওয়ার্ডেই ইতিমধ্যে গাপ্পি মাছ ছাড়া হয়েছে বিভিন নর্দমা গুলিতে। এর আগে স্কুল পড়ুয়াদের হাত থেকে এই কাজ করানো হয়েছিলো, তার কারণ তাদের মধ্যেও যেন সচেতনতা বাড়ে।
পাশাপাশি ভিসিডি টিমের কর্মীরা প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মানুষকে সচেতন করছে, কোথাও কোন পাত্রে জল জমে থাকছে কি না তা লক্ষ্য করা হচ্ছে এবং ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। পুরসভার হেলথ আধিকারিক জানান, এখনো পর্যন্ত দু লক্ষ গাপ্পি মাছ ছাড়া হয়েছে। এদিন আরো ২০০০ গাপ্পি মাছ ছাড়া হল পুরসভা চত্বরে, যতদিন বর্ষা চলবে ততদিন এই কর্মসূচি চলবে। ডেঙ্গু মোকাবিলায় তৈরি টাকি পুরসভা। প্রশাসনিক সূত্রে জানা যায়, আগস্ট এর প্রথম সপ্তাহে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ জন। যারমধ্যে শহর এলাকায় বেশ কয়েকজন এবং গ্রামীণ এলাকায় কয়েক জন রয়েছে। গত বছর যে সংখ্যাটা ছিল একটু বেশি।এরপর বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ জারি করা হয় স্থানীয় প্রশাসনকে। জেলার বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েতে সঙ্গে একটি বৈঠক করা হয়েছে ইতিমধ্যেই। ডেঙ্গি মোকাবিলায় জেলা প্রশাসন একযোগে কাজ করবে বলেও জানানো হয়। এদিন বসিরহাট টাকির ভাইস চেয়ারম্যান ফারুক গাজী বলেন, টাকি পৌরসভা কে সব সময় বিভিন্ন ওয়ার্ড নজরে রাখা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তার জন্য অনেক কর্মি কাজ করছে। কয়েকজন অন্য জায়গা থেকে এসেছে তারা ছাড়া কেউ আক্রান্ত হননি এলাকায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct