আপনজন ডেস্ক: মধ্যপ্রদেশের রাজগড় জেলার এক কারাগারে এক মুসলিম বন্দিকে জোর করে দাড়ি কেটে দেওয়ার পর মুসলিম নেতারা ওই কারাগারের জেলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শুক্রবার জেলা কালেক্টরের কাছে তাঁর দায়ের করা অভিযোগে বন্দি কলিম খান বলেন, ১৪ সেপ্টেম্বর জেল পরিদর্শনে আসার সময় নারায়ণ সিং রানা নামে ওই জেলকর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। কলিমের অভিযোগ, আমি ধর্ম পালনের জন্য দাড়ি রেখেছিলাম। কিন্তু বন্দিদের সামনে জোর করে আমার দাড়ি কেটে নেন ওই জেলার। তিনি জিজ্ঞেস করলেন, আমি কি পাকিস্তান থেকে এসেছি কিনা। কোনও কথায় কান না দিয়ে জোর করে দাড়ি কেটে দেন জেলার। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন জেলার নারায়ণ সিং রানা।
জানা গেছে, ১৫১ ধারা লঙ্ঘনের দায়ে গত ১৩ সেপ্টেম্বর ওয়াহিদ, তালিব, আরিফ ও সালমানের সঙ্গে কালিমকে গ্রেফতার করে ১৪ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়। পরদিন তাদের ছেড়ে দেওয়া হয়। এরা সকলেই রাজগড়ের জিরাপুর শহরের বাসিন্দা। জেল থেকে বেরিয়ে আসার পর স্থানীয় মুসলিমদের একটি প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে দেখা করে ওই জেলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কলিম বলেন, ওই কারারক্ষী শুধু আমার ধর্মকেই অপমান করেনি, আমার দাড়ি কেটে দিয়ে আমাকে অপমান করেছে, যা আমি শরিয়াহ মেনে ৮-১০ বছর ধরে রেখেছিলাম। অপমানিত বোধ করছি। আমি কাউকে মুখ দেখাতে পারছি না। জেলার আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। এই ঘটনা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কলিম বলেন, দাড়ি কেটে ফেলায় তিনি আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন। এদিকে, এই ঘটনায় ভোপালের বিধায়ক আরিফ মাসুদ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের সাথে দেখা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মাসুদ বলেন, এটি একটি বিপজ্জনক ঘটনা। এটি মধ্যপ্রদেশের উপর একটি কলঙ্ক। মধ্যপ্রদেশে এমন পরিবেশ ছিল না। আমি স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের সাথে দেখা করেছি এবং তিনি আমাকে আশ্বাস দিয়েছেন যে তিনি এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবেন। এবং, তিনি আশ্বাসও দিয়েছিলেন যে রাজ্যে এই ধরনের পদক্ষেপের পুনরাবৃত্তি হবে না। অন্যদিকে, হায়দরাবাদের মিম সাংসদ আদাসউদ্দিন ওয়াইসি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের কাছে জানতে চেয়েছেন, এই ঘটনায় কোনও ব্যবস্থা নিচ্ছেন কিনা। তবে, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct