নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: রবিবার রাতে লালবাজার থেকে ডিউটি সেরে বাড়ি ফেরার সময় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হন কনেস্টেবল প্রদীপ মুখোপাধ্যায় । তিনি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অপরাধ দমন শাখায় কর্মরত ছিলেন। রাস্তায় টহলদারী পুলিশের গাড়ি আচমকাই ডায়মন্ড হারবার রোডে দাঁড় করিয়েছিল পণ্যবাহী একটি গাড়িকে।আর তার ফলেই সম্ভবত নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই পণ্যবাহী গাড়ির পিছনে ধাক্কা মেরেছিলেন মোটরবাইকে থাকা পুলিশ কনস্টেবল প্রদীপবাবু। প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এমনটাই জানতে পারেন লালবাজারের কর্তারা। কেন হঠাৎ ওই পণ্যবাহী গাড়িটিকে থামাতে হলো তার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে । তবে টহলদারি গাড়িতে ডিউটিতে থাকা দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে লালবাজার। তবে, জখম পুলিশকর্মীকে তোলার সময়ে পণ্যবাহী গাড়িটি পালিয়ে যাওয়াতে এই সাসপেনশনের কি না, তা এখন স্পষ্ট করে নি লালবাজার। শাস্তির মুখে পড়া দু’জনের মধ্যে এক জন এএসআই এবং অপরজন কনস্টেবল। ইতিমধ্যে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন লালবাজারের কর্তারা। এক পুলিশকর্তা জানান, দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই রাতে তাঁদের ভূমিকা কী ছিল, তদন্তে করে দেখা হচ্ছে।
লালবাজার সূত্রের খবর, যে পণ্যবাহী গাড়িটির পিছনে ওই পুলিশকর্মীর মোটরবাইক ধাক্কা মেরেছিল, সেই গাড়িটির হদিস মেলেনি। তবে তল্লাশি চলছে। ওই গাড়ির চালকের খোঁজ মিললেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।পুলিশ জানায়, ঘটনাটি ঘটে রবিবার শেষ রাতে, ঠাকুরপুকুর থানা এলাকার ডায়মন্ড হারবার রোড ও মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলে। মৃত পুলিশকর্মীর নাম প্রদীপ মুখোপাধ্যায়। কলকাতা গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার ওই কনস্টেবল ডিউটি সেরে তাঁর ঠাকুরপুকুর থানা এলাকার বাড়িতে ফিরছিলেন। তখনই ওই ঘটনা ঘটে। তবে তাঁর মাথায় হেলেমেট ছিল কি না, তাও খতিয়ে দেখছেন লালবাজারের কর্তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct