সাদ্দাম হোসেন মিদ্দে, আলিপুর, আপনজন: আলিপুর কারাগার সংগ্রহশালার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকাল সাড়ে চারটায় মুখ্যমন্ত্রী সংগ্রহশালাটির উদ্বোধন করেন। কারাগার চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাস, পর্যটন মন্ত্রী সঙ্গীত বাবুল সুপ্রিয়, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, চিত্র শিল্পী প্রাক্তন সাংসদ শুভা প্রসন্ন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব দেবাশীষ সেন।
এদিন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীতে কন্ঠ মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী আমলারা। উল্লেখ্য আলিপুর কেন্দ্রীয় কারাগার কয়েক বছর আগে বারুইপুরে স্থানান্তরিত করা হয়। পশ্চিমবঙ্গ সরকার আলিপুর কেন্দ্রীয় কারাগারকে হেরিটেজ তালিকা ভুক্ত করে যাদুঘর তৈরির পরিকল্পনা করে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " স্বাধীনতার ৭৫ বছরে রাজ্যের মানুষের কাছে বিরাট প্রাপ্তি আলিপুর সংগ্রহশালা। এটি রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। সরকার এটাকে ওয়ার্ড হেরিটেজ সাইট হিসাবে গড়ে তুলতে চায়।"
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct