সুব্রত রায়, কলকাতা, আপনজন: মহালয়ার আগেই দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার কলকাতার দু’টি বড় পুজোর উদ্বোধন করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন সল্টলেকের এফডি ব্লক সর্বজনীনের পুজো এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যা ২২ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দুপুর তিনটেয় সল্টলেকের এফডি ব্লক সর্বজনীন পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেখানে উদ্বোধন পর্ব সেরে এরপর চলে যাবেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো উদ্বোধনে। বিকাল সাড়ে তিনটেয় সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করবেন তিনি। এমনিতে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো দেখতে বিশাল সংখ্যক মানুষ ভিড় জমান। মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে যাওয়ার খবর প্রকাশ্যে আসতে এই পুজো ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।
প্রসঙ্গত কলকাতায় যে পুজোগুলিতে রেকর্ড সংখ্যক ভিড় হয় তার মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। গত বছর এই ক্লাবের পুজোর থিম ছিল বুর্জ খলিফা। যা দেখতে ভিড় উপচে পড়েছিল। পরিস্থিতি এমন দাঁড়ায় যে সামাল দিতে অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছিল শ্রীভূমি স্পোর্টিংয়ের থিম দর্শন। এবছর এই পুজো সুবর্ণজয়ন্তী বর্ষে পা দিয়েছে। মন্ত্রী সুজিত বসুর এই পুজোতে এবারেও যে বিশেষ আকর্ষণ থাকছে তা বলাই বাহুল্য। এ’বছর এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর থিম রোমের ভ্যাটিকান সিটি। এ বছরও এই পুজোর থিম দর্শনে বিপুল ভিড় হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও পুজো কমিটির তরফে ভিড় সামাল দিতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এবারের পুজোতে প্রতিমার সাজ সজ্জা কেমন হয়েছে, সে বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না কেউ। উদ্বোধনের পর দর্শকরা যাতে নিজের চোখে একবার দেখে আসেন, সেই কৌতুহল জাগিয়ে রেখেছেন উদ্যক্তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct