সুব্রত রায়, কলকাতা, আপনজন: এবার বাংলার দ্বারস্থ মোদির গুজরাত-সহ ৬ রাজ্য।সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য থাকায় বহু ঝড়ের বিশাল ক্ষতি থেকে রক্ষা পেয়েছে দক্ষিণবঙ্গ-সহ কলকাতা। আমফান, বুলবুল-সহ একাধিক ঝড়ে বার বার বাংলাকে বাঁচিয়ে দিয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ। এবার ম্যানগ্রোভ লাগিয়ে ঝড়ের ক্ষয়ক্ষতি ঠেকাতে বাংলার দ্বারস্থ হল মোদির গুজরাত-সহ দেশের ৬ উপকূলবর্তী রাজ্য।ঝড় হলে ম্যানগ্রোভ বর্মের ভূমিকা নেয়। ঝড়ের দাপট রুখে দেয় ম্যনগভের অরণ্য। যার ফলে উপকূলে প্রবেশ করার আগে ঝড়ের গতি অনেকটা কমে যায়। প্রাকৃতিকভাবে প্রাকৃতিক বিপর্যয় রুখতে বাংলা আগেই উদ্যোগ নিয়েছে। সুন্দরবন অঞ্চলে এবং উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে রাজ্যের তরফে ম্যানগড়ভের চারা লাগানো হয়েছে। বাংলার সেই জ্ঞানকে এবার কাজে লাগাতে চায় বাকি দেশ। তাই মোদির গুজরাত-সহ দেশের ৬টি রাজ্য বাংলার দ্বারস্থ হল। বাংলার তরফে গুজরাতের প্রতিনিধিদের ৯ রকমের ম্যানগ্রোভ বীজ দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে প্রযুক্তিও। এর আগে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল এবং ওড়িশাও এই প্রযুক্তি চেয়েছিল বাংলার কাছে। ইতিমধ্যে রাজ্য বন দফতরের সচিব বিবেক কুমার-সহ চার জনের দল দিল্লি গিয়ে এই রাজ্যগুলির প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়েছেন।উল্লেখ্য গোটা বাংলা মিলিয়ে ইতিমধ্যে ২৪১৩ হেক্টর জমিতে ম্যানগ্রোভ বসানো হয়েছে। মোট ১৫ কোটি ৫৬ লাখ ৪ হাজারটি ম্যানগ্রোভ গাছ বসানো হয়েছে। যার মধ্যে পূর্ব মেদিনীপুরে বসানো হয়েছে ২ কোটি ম্যানগ্রোভের চারা, দক্ষিণ ২৪ পরগনা জেলায় বসানো হয়েছে ১২ কোটি ৫৬ লাখ ১০ হাজার চারা, উত্তর ২৪ পরগনায় বসানো হয়েছে ১৫ কোটি ৫৬ লাখ ৪ হাজার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct