কুতুব উদ্দিন মোল্লা, জয়নগর, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত ধোষা-চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকায় ।দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার আগেই জলে পড়ে ক্ষতি হলো রেশন সামগ্রী। মঙ্গলবার সকালে তিলপির রেশন ডিলার সাইফুল মোল্লা মোটর চালিত ইঞ্জিন ভ্যানে করে রেশন সামগ্রী নিয়ে শ্যামনগরে নাইয়া পাড়া গ্রামে যাচ্ছিলেন ওই রেশন ডিলার। রাস্তা খারাপের জন্য আচমকা ইঞ্জিন ভ্যান উল্টে যায়। রেশনে সমস্ত সামগ্রী রাস্তার পাশে জলাশয়ে পড়ে নষ্ট হয়।
উল্লেখ দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য ঘোসণা করেছিলেন, রেশন নিতে আর রেশন দোকানে যেতে হবে না, খোদ রেশন ডিলারার যাবেন গ্রাহকের দুয়ারে রেশন সামগ্রী বিলি করতে। রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর সেই বার্তাকে প্রাধান্য দিয়ে জোর কদমে চালিয়ে যাচ্ছে দূয়ারে রেশন পৌঁছে দেওয়ার কাজ।এবার দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার আগেই ঘটে গেলাে বড় ধরনের বিপত্তি। সমস্ত রেশন সামগ্রী জলে পড়ে লন্ডভন্ড হলো রেশন ডিলারের রেশন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত ধোষা-চন্দনেশ্বর পঞ্চায়েতের শ্যামনগর গ্রাম।গ্রামেরই একমাত্র যাতায়াতের ২ কিলোমিটার রাস্তা অত্যন্ত জঘন্য। এলাকাবাসীদের দাবী দীর্ঘদিন রাস্তা টি সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরপুর। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। সাধারণ মানুষের চলাচলের জন্য অবিলম্বে সরকারী ভাবে রাস্তাটি সংস্কার জরুরী। তা না হলে আগামী দিনে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শ্যামনগরের এই বেহাল রাস্তাতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct