আপনজন ডেস্ক: ডোমিনিকান রিপাবলিকে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফিওনা। এর জেরে ক্যারিবিয়ান দেশটিতে প্রচণ্ড জোরে ঝড়, সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এর আগে পুয়ের্টো রিকোতে ফিওনার তাণ্ডবে বহু এলাকা প্লাবিত হয়েছে। অধিকাংশ এলাকায় হয়ে পড়ে বিদ্যুতহীন। প্রতিবেদনে বলা হয়েছে, পুয়ের্টো রিকোতে প্রচুর গাছ উপড়ে ফেলে দিয়েছে ফিওনা। সেই সঙ্গে পড়েছে বিদ্যুতের খুঁটি। অধিকাংশ রাস্তা পানির তলায় চলে গেছে। পুয়ের্টো রিকোতে তাণ্ডব চালানোর পর ফিওনা ডোমিনিকান রিপাবলিকে আছড়ে পড়ে সোমবার দেশটির স্থানীয় সময় ভোর তিনটা ৩০ মিনিট। এর আগে দেশটিতে এমন ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল ২০১৮ সালে। ডোমিনিকান রিপাবলিকের বহু এলাকায় বন্যা হয়েছে। অনেক গ্রাম সংযোগহীন। প্রচুর মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, ১১ হাজার মানুষ বিদ্যুৎহীন। দেশের পূর্ব ভাগের অবস্থা বেশি খারাপ। দেশের ৩২টি দ্বীপের মধ্যে ১৬টিতে রেড অ্যালার্ট বা চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট জানিয়েছেন, বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct