আপনজন ডেস্ক: রাজকীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সমাহিত হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রাজা তৃতীয় চার্লস, রাজপরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সেন্ট জর্জেস চ্যাপেলের অভ্যন্তরে অবস্থিত রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেল সমাধিতে রানিকে যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সমাধিস্থ করা হয়। যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত ৯টা ১২ মিনিটে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি-কে বিষয়টি নিশ্চিত করেছে রাজপরিবার। ‘রয়্যাল ফ্যামিলি’র ওয়েবসাইটেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। উইন্ডসরের ডিন ডেভিড কনর রানিকে সমাহিত করার আনুষ্ঠানিকতা পরিচালনা করেন। এসময় ব্রিটেনের রানির ব্যক্তিগত দফতরের সাবেক ও বর্তমান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রানির সমাধির ওপর খোদাই করা মার্বেলের ফলক যুক্ত করা হয়েছে, যেখানে লেখা আছে ‘দ্বিতীয় এলিজাবেথ ১৯২৬-২০২২’।রাজা ষষ্ঠ জর্জ ও প্রথম এলিজাবেথের সমাধি এটি। রানি দ্বিতীয় এলিজাবেথকে বাবা-মায়ের কবরের পাশেই সমাহিত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct