জুলফিকার মোল্যা, কলকাতা, আপনজন: সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার বিকাশভবনে রাজ্যে শিক্ষক অভাবে ধুঁকতে থাকা মাদ্রাসায় দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে মাদ্রাসা সার্ভিস কমিশনে স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের মাদ্রাসাগুলি শিক্ষক অভাবে ধুঁকছে, বিশেষ করে এবছরের জেনারেল ট্রান্সফার হওয়ার পর মালদা মুর্শিদাবাদ সহ সমস্ত উত্তরবঙ্গ ও গ্রামীণ এলাকার মাদ্রাসাগুলি শিক্ষক শূন্যতায় ভুগছে। ছাত্র-শিক্ষক অনুপাত – সরকারি নির্দেশ অনুসারে হওয়া উচিত ৩৫ : ১ । কিন্তু মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর যেখানে মাদ্রাসার সংখ্যা সর্বাধিক সেখানে এই অনুপাত গড়ে ১০০ : ১ এর থেকেও অনেক বেশি। বহু মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষক-শিক্ষিকার পদ খালি পড়ে আছে। শিক্ষকের অভাবে মাদ্রাসাগুলি মৃতপ্রায়। বহু মাদ্রাসায় শিক্ষাকর্মী পদ ফাঁকা। শিক্ষক অভাবে রাজ্যের বহু মাদ্রাসা বন্ধ হতে চলেছে। তাই দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে সংগঠন। সংখ্যালঘু যুব ফেডারেশনের সাসম্পাদক কামরুজ্জামান বলেন, “মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে আপটুডেট ভ্যাকান্সিতে দ্রুত শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে এবং এবিষয়ে দ্রুত বিজ্ঞাপন প্রকাশ করতে হবে।” পাশাপাশি আন্দোলনরত মাদ্রাসা সার্ভিস কমিশনের সফল চাকরি প্রার্থীদের সমস্যা দ্রুত সামাধানের সহ ১০ দফা দাবি রাখেন। সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি মাওঃ আনোয়ার হোসেন কাসেমী, সহ সম্পাদক শিক্ষক আলি আকবর, দঃ ২৪ পরগনা জেলা সম্পাদক মাওঃ এলাহি বক্স, কেন্দ্রীয় সদস্য জিয়াউর রহমান গাইন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct