সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: পথ শ্রী নামক সরকারি কর্মসূচি থাকলেও দীর্ঘ দশবছর রাস্তা সংস্কারের কাজ না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি, বলে এলাকাবাসীর অভিযোগ। একটু বৃষ্টিপাত হতে না হতেই রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ে যারফলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। সেই ঘটনার প্রতিবাদে এবং রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর থেকে বক্রেশ্বর যাওয়ার পথে বনহরি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার উপর দাঁড়িয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। উল্লেখ্য, দুবরাজপুর ব্লকের বনহরি থেকে বেলবুনী গ্ৰাম পর্যন্ত প্রায় চার-পাঁচটি গ্ৰামের সংযোগকারী একমাত্র রাস্তাটি দীর্ঘ দশবছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। উক্ত রাস্তাটি বর্ষার মরসুমে বোঝা বড়ো দায় রাস্তা না পুকুর বলে স্থানীয়দের ক্ষোভ।এছাড়াও মূল সংযোগকারী রাস্তার কাছে যেতে যে কয়েকটি গ্রাম পড়ে, সেগুলোর মধ্যে এম্বুলেন্স পর্যন্ত ঢুকতে চাই না।রাস্তা সংস্কারের দাবি জানিয়ে ইতিপূর্বে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ জেলা শাসকের দপ্তরেও স্মারকলিপি দেওয়া হয়েছে বলে গ্রামবাসীদের বক্তব্য। অবরোধের জেরে আটকে পড়ে স্কুল পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা থেকে সাধারণ মানুষজন। প্রায় দু’ঘন্টা অবরোধ চলাকালীন ঘটনাস্থলে আসেন দুবরাজপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজা আদক। অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন। কিন্তু এলাকাবাসীদের দাবি বিডিও সাহেব সরজমিনে আমাদের সাথে হাঁটুন,তারপর সিদ্ধান্ত নেবেন। স্থানীয়দের দাবি মোতাবেক ব্লক আধিকারিক রাজা আদক প্রায় চারশো মিটার হেঁটে রাস্তা পর্যবেক্ষণ করেন তারপর অবরোধ তুলে নেওয়া হয়। বিডিও রাজা আদক জানান, এই রাস্তাটি সংস্কারের দরকার,পরিকল্পনা হিসাবে ধরাও আছে। কিন্তু জঙ্গলমহল এ্যকশান প্ল্যান এই মুহূর্তে বন্ধ আছে, ফলে রাস্তাটি জেলা পরিষদ করতে পারছে না। কিন্তু জেলা প্রশাসনকে এই রাস্তা সম্পর্কে ডিপিআর তৈরি করে দিয়েছি। এই মুহূর্তে সঙ্গে সঙ্গে তো রাস্তা করে দেওয়া যায় না। তবে গর্তগুলো যাতে বুজিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করে দেওয়া হবে।রাস্তার সমস্যা প্রশাসনের নজরে আনতে গ্ৰামবাসীরা যে পথ অবরোধ করেছিল, এতে সাধারণ মানুষেরও অসুবিধা হয়েছে সেটা তাদের বুঝতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct