আপনজন ডেস্ক: অনেকেই অনেকটা প্রথম দেখায় পছন্দ করে ফেলে। তবে সমস্যা দেখা দেয়, প্রেমের প্রস্তাব দেওয়াকে ঘিরে।কে আগে প্রপোজ করবেন এই নিয়ে দোটানায় পড়েন ছেলে-মেয়েরা। যদিও বাস্তবে দেখা গিয়েছে, ছেলেরাই বেশিরভাগ ক্ষেত্রে আগেই মেয়েদের প্রপোজ করে। এখন প্রশ্ন আসতে পারে, কেন বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই প্রপোজ করে? কেন মেয়েটি আগ বাড়িয়ে ভালোবাসার কথা জানাতে পারে না? বহুক্ষেত্রে এ ব্যাপারে মেয়েদের এগিয়ে আসতে দেখা গেলেও, সেই সংখ্যা খুবই কম। এর পিছনে অবশ্য বেশকয়েকটি কারণ রয়েছে। প্রথমত, মেয়েরা ভাবেন, বিষয়টি নির্লজ্জতা মনে হতে পারে। স্বভাবগতভাবেই মেয়েরা ছেলেদের তুলনায় লাজুক হয়ে থাকে। তাই আগ বাড়িয়ে ভালোবাসার কথা জানাতে গেলে বা ছেলেটিকে প্রপোজ করলে কী হতে পারে তা নিয়ে তারা চিন্তা করে। তারা ভাবে, হয়তো ছেলেটি তাকে নির্লজ্জ মনে করতে পারে। তাই মনে মনে ভালোবাসলেও অপেক্ষা করে থাকে, কখন ছেলেটি তাকে ভালোবাসার কথা জানাবে। একইসঙ্গে পথচলার পথে আহবান জানাবে। এছাড়া মেয়েটি ভাবে, এতে যদি তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। হয়তো ছেলেটি তার ভালো বন্ধু। এই বন্ধুত্ব মেয়েটি হারাতে চায় না। হয়তো বন্ধুর মতো মিশতে গিয়েই কখন ভালোবেসে ফেলেছে। কিন্তু বলে দিলে যদি হারিয়ে ফেলে, যদি বন্ধুটি তাকে গ্রহণ না করে বা ফিরিয়ে দেয়, তখন বন্ধুত্ব থাকবে তো। এছাড়া আত্মসম্মান নষ্ট হওয়ার ভয় থাকে মেয়েদের মনে। ছেলেটি যদি তাকে ফিরিয়ে দেয় তখন সেটি কতটা লজ্জাজনক হবে, এই ভেবে ভেবে মেয়েটি বারবার পিছিয়ে আসে। খালি হাতে ফিরে আসার বঞ্চনা ও অপমানের বদলে না বলার কারণে মনের মানুষটি যদি হারিয়েও যায়, তাতেই যেন স্বস্তি বেশি। তাইতো আত্মসম্মান ধরে রাখতে গিয়ে নিজের মনে কষ্ট সহ্য করে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct