দেবাশীষ পাল, মালদা, আপনজন: ভোট আসে ভোট যায় তবুও রাস্তার সমস্যা সমাধান হয় না এমনটাই অভিযোগ এলাকাবাসী। রাস্তার দাবি তুলে বুলবুলচন্ডী নিমবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ধুমপুর পঞ্চায়েত, জামডাঙ্গা, যোগীবাড়ি, গুহিনগর,ভাবসা কুটকুটি শিবপুর সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ ২০১৬ সাল থেকে বেহাল অবস্থা রাস্তার বহুবার ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতে জানিয়ে কোনো কাজ হয়নি।অবশেষে রাস্তা খারাপের অভিযোগ তুলে, হবিবপুর থানার, কাতলা পুকুর পথ অবোধ করে ওই গ্রামবাসীরা। এলাকায় দীর্ঘ প্রায় ৪ কিমি রাস্তা খারাপ, মেরামতের দাবি জানিয়ে জানা যায় হবিবপুর ব্লকের কাতলাপুকুর হইতে শিবপুর যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে ই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা আসলেই ওই রাস্তা পুকুরের আকার ধারণ করে। কাতলাপুকুর হইতে শিবপুর প্রায় ৪ কিলোমিটার খারাপ রাস্তা পাকার দাবি জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ওই এলাকার সাধারণ মানুষ। সোমবার প্রায় সকাল ১০ টা নাগাদ ওই রাস্তা ঢালাইয়ের দিয়ে কংক্রিট করার দাবিতে বুলবুলচন্ডি হইতে জাজল রাস্তার কাতলাপুকুর এলাকায় পথ অবরোধ করে। গ্রামবাসী সঞ্জয় কুমার বর্মন জানান বহুবার প্রশাসনকে জানিও রাস্তা মেরামতের কথা কোন লাভ হয়নি এছাড়াও স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ নেতা মন্ত্রীদের অভিযোগ জানিয়ে কোন সূরাহা না হাওয়াতে এছড়াও কাতলাপুর এলাকায় কোন জলের ব্যাবস্থা নেই তাই আজ অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় হবিবপুর থানার পুলিশ। অবশেষে পুলিশের আছে প্রায় দু’ঘণ্টা পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct