আপনজন ডেস্ক: এই মুহূর্তে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরইমধ্যে বেশকিছু জায়গায় এই যুদ্ধে রাশিয়া সাফল্য পেলেও বহু জায়গা থেকে তারা আবার ব্যর্থ হয়ে সেনা ফিরিয়ে নিচ্ছে। এমন আবহে এদিন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ভবিষ্যদ্বাণী করে জানালেন, এই যুদ্ধ ২০৩০ সাল পর্যন্ত চলতে পারে। অরবান এক সপ্তাহ আগে তার ক্ষমতাসীন ফিডেজ পার্টির সঙ্গে রুদ্ধদার বৈঠকে কথা বলার সময় এ কথা বলেন। সেই কথোপকথনই সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে। এই যুদ্ধে ইউক্রেন তার মোট ভূখণ্ডের এক তৃতীয়াংশ থেকে অর্ধেকই হারাতে পারে সতর্ক করেছেন অরবান। তিনি আরও বলেন, 'ইউক্রেনের সংকট স্থানীয় সংঘাত হিসেবে শুরু হলেও পশ্চিমাদের সম্পৃক্ততা এটিকে বৈশ্বিক বিষয়ে পরিণত করেছে।' এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের অনেক জায়গায় ফের আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী। রুশ বাহিনী খেরসন, মাইকোলাইভ, খারকিভ এবং দোনেৎস্ক অঞ্চলে হামলা শুরু করেছে। ইউক্রেনীয় বাহিনী খেরসনের প্রাভডাইনের কাছে একটি ব্যর্থ আক্রমণ চালিয়েছিল বলেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে। তবে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়াতে বিকিরণ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct