আপনজন ডেস্ক: শুভেন্দু অধিকারীকে সরাসরি বিঁধলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ।সারা বছর দূর্গা মা কে পুজো করি সেখানে একটি মা কে অপমান করা হচ্ছে,বংশপরিচয় দিতে গিয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী , প্রশ্ন তোলেন তিনি। সমালোচনা সুরে তিনি বলেন, রাজনীতি এটা নয় ,কিছু ইতিবাচক ভঙ্গি থাকে এবং কিছু সীমা রয়েছে । রাজনৈতিক ভাবে তাই অনেকের মত না মিলতে পারে। কিন্তু এভাবে রাজনীতিটাকে তলানিতে আনবেন না আবেদন শশী পাঁজার। অভিষেক বন্ধোপাধ্যায়ের পিতৃত্ত্ব পরিচয় নিয়ে যে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী সেই জবাব তাকে দিতে হবে। পশ্চিম বঙ্গের এটা কালচার নয় । নারীর শক্তির কথা সকালে বলে সন্ধ্যে বেলায় ধর্ষণ করে,সেই বিষয়ে আমরা তীব্র নিন্দা করি বললেন শশী পাঁজা। অভিষেক সম্পর্ক যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত অপমানজনক ।আমরা এর তীব্র প্রতিবাদ করছি ।পশ্চিম বঙ্গের ঐতিহ্য সংস্কৃতিতে এই রাজীনীতি নেই। আমরা মায়েরা বোনেরা চরম ভাবে লাঞ্ছিত,পশ্চিম বঙ্গের মা বোনেরা একত্রিত হন আহ্বান জানান শশী পাঁজা। কুনাল ঘোষ এদিন তৃণমূল ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজনীতিতে বিরোধিতা থাকবে তীব্র বিরোধিতও থাকবে ।কিন্তু পিতৃ পরিচয় তুলে যে কুৎসিত আক্রমণ করা হচ্ছে,সেটা যে জায়গায় পৌঁছেছে ,একটি ছেলেকে রাজনৈতিক ভাবে মোকাবিলা না করতে পেরে এই ধরণের মন্তব্য করা হচ্ছে।অভিষেকের দোষ কি ?অভিষেককে কেন এতো হিংসা । যে বলছে তার এখনই যদি তাকে দেখে পা কাপে তাহলে ১৫বছর পরে দেখলে কি করবে, প্রশ্ন তোলেন কুনাল ঘোষ। অভিষেককে আর একটু সময় দিন। তৃণমূলের সব থেকে বেশি ক্ষমতায় ছিলেন যিনি ,তিনিই বিজেপিকে ব্যক্তিগত আক্রোশের মঞ্চ তৈরী করলেন।
উন্নয়নের উন্নয়নের প্রতিযোগিতা হোক। ভারত বর্ষের মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে ও দিদি বলে সেই জবাব দিয়েছে জনগণ। ব্যক্তিগত আক্রমণে আমরাও যেতে পারি সেই রসদের অভাব আমাদের নেই। এই রাজনীতিকে দেওলিয়া রাজনীতিতে নিয়ে যাচ্ছে বিজেপি । আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। ব্যক্তিগত আক্রমণের রাজনীতি শুরু হলে পরে আমাদের দোষ দেবেন না। কিন্তু আমরা উন্নয়নের রাজনীতি করতে চাই। আমরা খারাপ বলে ফেললে কেউ নীতিকথা শেখাতে আসবেন না। ধারাবাহিক ভাবে এই আক্রমণ চললে আমাদেরকেও করতে হবে। আমাদের সৌজন্যকে দুর্বলতা ভাববেন না ।২০সালের ডিসেম্বর থেকে যে আক্রমণ করছেন সেক্ষেত্রে আমরাও কিছু ক্ষেত্রে পাল্টা দিয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct