নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: হাইকোর্টে মামলার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগে নাম জড়িয়েছিল কয়েকজন আইনজীবীরও। বিষয়টি সামনে আসতেই সিআইডি ও কলকাতা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই ঘটনায় বালির জনৈক আইনজীবী নামও উঠে আসে। উচ্চ আদালতে প্রতারণা মামলায় এদিন তাঁর বাড়িতে সোমবার আসেন সিআইডি’র দল। পাশাপাশি, তাঁর ক্লার্কের সালকিয়ার বাড়িতেও এদিন তল্লাশি হয়। প্রসঙ্গত, সকাল ন’টায় প্রথমে একটি দল এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। দুপুর সাড়ে তিনটা নাগাদ আরো ৬ জন সদস্য আসেন। দীর্ঘ প্রায় ৮ ঘন্টা ধরে জেরার পর সিআইডি’র অফিসারেরা বালির দাওনাগাছির ওই আইনজীবীর বাড়ি থেকে বের হন। জানা গেছে কিছু নথি তাঁরা এদিন খতিয়ে দেখেন। পাশাপাশি কম্পিউটার বিশেষজ্ঞ এনে তাঁরা সবকিছু খতিয়ে দেখেন। যদিও আইনজীবীকে আটক বা গ্রেফতার করা হয়নি। এদিন সমস্ত তদন্ত শেষে দুটি গাড়িতে সিআইডি আধিকারিকরা বেরিয়ে যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct