আপনজন ডেস্ক: নিখোঁজ প্রায় চারদিন। মালিক ধরে নিয়েছিলেন, তার পোষা বিড়ালটি হয়তো আর ফিরবে না। সে বোধহয় অন্য কোনও আস্তানা খুঁজে নিয়েছে। তবে তার সেই ধারণা ভেঙে দিল পোষ্যটি। টানা চার দিন পর বিড়ালটি নিজে থেকেই বাড়িতে ফিরেছে। সবচেয়ে মজার বিষয়, সে বাড়ির দরজায় এসে কলিং বেল বাজিয়ে নিজের প্রত্যাবর্তন ঘটিয়ে। হারানো বিড়ালটি ফিরে পেয়ে বেজায় খুশি তার মালিক। এই মজাদার ঘটনাটি ঘটেছে নিউইয়র্কে। জানা গিয়েছে, নিউইয়র্কের বাসিন্দা স্টেফানি হুইটলির পোষা বিড়াল লিলি। সে সেখানে দীর্ঘ আট বছর রয়েছে। সাধারণত সারা দিন নিজের মতো ঘুরে বেড়ায় বিড়ালটি। রাত হলে বাড়িতে ফিরে আসে। হঠাৎই এক রাতে নিয়মের ব্যাঘাত ঘটে। সেই রাতে লিলি আর বাড়ি ফেরেনি। এরপর দিন পেরিয়ে রাত আসে, রাত পেরিয়ে দিন, কিন্তু লিলির দেখা পাওয়া যায়নি। স্টেফানি বুঝতে পারেন, লিলি বাড়ি ফেরার পথ ভুলে গিয়েছে। নইলে অন্য কারোর বাড়িতে আশ্রয় নিয়েছে। আশপাশে খুঁজেও তিনি লিলির দেখা পাননি। পোষা বিড়াল হারিয়ে যাওয়ায় মন খারাপ স্টেফানির।তবে হঠাৎ চার দিন পর লিলি নিজে নিজেই বাড়ির দরজায় এসে হাজির হয়। কলিং বেল চেপে ফিরে আসার কথা জানান দেয়। হঠাৎ বেজে ওঠা কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলেই লিলিকে দেখতে পান স্টেফানি। খুশিতে ভরে ওঠে তাঁর মন। পুরো ঘটনাটি স্টেফানির বাড়ির দরজায় থাকা ভিডিও ক্যামেরায় রেকর্ড হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct