নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: যারা কেনাকাটি করতে নিউ মার্কেট যান, তাদের মধ্যে এমন কেউ নেই যার চোখে পড়েনি এখানকার বিখ্যাত টাওয়ার ঘড়ি। বেশ কিছু বছর আগেও এই ঘড়ি সচল ছিল। ঘূর্ণিঝড় আমফানের দাপটে সেই ঘড়ির মৃত্যু হয়। সূত্রের খবর, ঘড়ির মেরামতি করতে খরচ হবে এক কোটি। এর মধ্যে শুধু ২০ লক্ষ টাকা খরচ করতে হবে ঘড়ির কলকবজা মেরামতির জন্য। এই ঘড়ির দেখভালের দায়িত্ব জনৈক স্বপন দত্তর। তার পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তিনি বর্তমান প্রজন্মের। তাঁর বাবা এবং ঠাকুরদা-সহ চার প্রজন্ম এই ঘড়ির যত্ন আত্তি করছেন। স্বপন দত্ত জানিয়েছে, এই ঘড়ির নির্মাতা সংস্থা জিলেট অ্যান্ড জনস্টন ভারতে চারটি ঘড়ি পাঠিয়েছিল। চারটে ঘড়ির দুটি কলকাতায়। ধর্মতলা ছাড়াও ওই সংস্থার তৈরি আরও একটি ঘড়ি রয়েছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে। বাকি দুটির মধ্যে একটি ঘড়ি মুম্বইয়ের লোয়ার প্যারেল রেলওয়ে ওয়ার্কশপে, আরও একটি চেন্নাই পুরসভায়। তবে নিউ মার্কেটের ঘড়ি বাকি তিনটি থেকে সব দিয়ে অনন্য। প্রথমত ঘড়ির নকশা। সেই সঙ্গে বলতে হয় ঘড়ির আকৃতি। দেখলেই লোকে এই ঘড়ির প্রেমে পড়ে যাবে। কিন্তু আমফানের ঝড়ে ঘড়িটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা প্রায় কল্পনাতীত। সব থেকে বড় সমস্যা এই ঘড়ির যন্ত্রপাতি পাওয়া নিয়ে। ঘড়ি নতুন অবস্থায় ফিরিয়ে নিতে গেলে খরচ হবে এক কোটি। এর মধ্যে শুধু যন্ত্রপাতি কিনতেই লেগে যাবে ২০ লক্ষ টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct