এহসানুল হক, বসিরহাট, আপনজন: একবিংশ শতাব্দীতে এসেও বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি আমাদের সমাজ। বাল্যবিবাহ রোধে সরকার নানা ধরনের কর্মসূচি নিয়েছে।শাস্তির ব্যবস্থা রেখে আইন প্রণয়ন করা হয়েছে। কম বয়সী মেয়েদের বিবাহ পড়ানো বা ভুল তথ্য দিয়ে রেজিস্ট্রির জন্য অনেক কাজি বা অভিভাবকের শাস্তিও হয়েছে। তবু বাল্যবিবাহ এখনো সমাজে একটি কলঙ্ক হিসেবে বিরাজ করছে। এই বাল্যবিবাহ নিয়ে যাতে সমাজের বুক থেকে দূর করা যায় সেই নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো বসিরহাট দুই নম্বর ব্লকের রঘুনাথপুর হাইস্কুলে। উপস্থিত ছিলেন বসিরহাট পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দীপ চক্রবর্তীর সহ বিভিন্ন শিক্ষার্থীরা। এ বিষযে বিডিও জয়দীপ চক্রবর্তী বলেন, বাল্যবিবাহ, বিশেষ করে কন্যাশিশুদের ১৮ বছর বয়স পূর্তির আগেই বিবাহ একটি জাতীয় অভিশাপ। এটি রোধ করার জন্য আইন আছে। কিন্তু বিভিন্ন জায়গায় আনাচে-কানাচে অহরহ চলছে বাল্যবিবাহ। সমাজ ও রাষ্ট্রের মারাত্মক ক্ষতি সাধন করে বাল্যবিবাহ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct