আপনজন ডেস্ক: গত বুধবার কর্নাটকের চিক্কামাগালুরুতে একটি সাব-রেজিস্ট্রারের অফিসে বজরং দলের সদস্যরা হামলা চালায় এক নব দম্পতির উপর। ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে ওই বিয়ের বিরোধিতায় নামে বজরং দল কর্মীরা। যদিও মুসলিম পাত্র জাফর ও দলিত কন্যা চৈত্র নামে ওই দম্পতি জানিয়েছেন, তারা স্বেচ্ছায় বিয়ে করছেন। ধর্মান্তরণের কোনও পরিকল্পনা নেই। যদিও অবশেষে শুক্রবার তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। বুধবার বজরং দলের সদস্যরা জাফর ও চৈত্রের বিয়ের রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছিল ‘লাভ জিহাদ’-এর ধুয়ো তুলে। যদিও পুলিশ পরে ওই দম্পতির নিরাপত্তা নিশ্চিত করে। জানা গেছে, ২৪ বছর বয়সি জাফর, যিনি একজন ড্রাইভার হিসাবে কাজ করেন এবং তার বাবাকে তার কাঠের ব্যবসাতেও সহায়তা করেন, তিনি বলেন, আমি এবং চৈত্র প্রতিবেশী এবং আমরা ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম। আমরা একে অপরকে খুব ভালভাবে চিনি এবং তিন বছর আগে আমাদের প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। কিন্তু তার মানে এই নয় যে চৈত্র ধর্ম পরিবর্তন করবেন। আমরা একসাথে দম্পতি হিসেবে বাস করতে চাই এবং আমাদের যে যার ধর্ম অনুসরণ করব। আমরা আশা করিনি যে সেদিন আমাদের উপর হামলা হবে।
তবে, দুজনের পরিবারই আমাদের বিয়েতে খুশি। যদিও রেজিস্ট্রি বিয়ে হলেও বর্তমান পরিস্থিতিতে বিবাহের অনুষ্ঠান করা নিয়ে সংশয়ে তারা। তফশিলি জাতি সম্প্রদায়ের চৈত্র জানিয়েছেন, বজরং দলের সদস্যরাই তার জাত তুলে কথা বলেছে। কিন্তু চৈত্রর প্রশ্ন, আমাদের নির্দেশ দেওয়ার জন্য তারা কে? আমাদের কী করা উচিত এবং কী করা উচিত নয় তা বলার জন্য তারাকে। তারা জাফরকে আক্রমণ করার সময়, জিজ্ঞাসা করেছিল, ‘আপনি কি এসসি মেয়েকে বিয়ে করতে চান? এটা জিজ্ঞাসা করার তারা কে? এসসি মেয়েরা কি তাদের ইচ্ছা অনুযায়ী বিয়ে করতে পারে না? এই ঘটনার পর, দলিত সংগঠনগুলি জাফর এবং চৈত্রকে তাদের সমর্থনের কথা জানায়। চৈত্রের মা শোভা বলেন, তিনি চান এই দম্পতি যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। জাফরকে আমরা দীর্ঘদিন ধরে চিনি এবং সে আমার মেয়ের জন্য একজন ভালো স্বামী হবে। আমি বিয়েতে আমার সম্মতি দিয়েছি, কিন্তু কেন কেউ এতে সমস্যা করবে? আমার মেয়ে এবং জামাই উভয়কে তাদের স্বাভাবিক জীবন যাপনের সুযোগ করে দেওয়া হোক। অন্যদিকে জাফরের দেওয়া অভিযোগের ভিত্তিতে চিক্কামাগালুরুর বাসভানহাল্লি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল। শামা, গুরু, প্রসাদ ও পার্থিবান নামে চারজনকে গ্রেফতার করা হয় এবং পরে জামিনে মুক্তি দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct