আপনজন ডেস্ক: পবিত্র কোরআন তিলাওয়াত করা অবস্থায় ইন্দোনেশিয়ার এক নারী ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানী জাকার্তার একটি শহরে একটি তিলাওয়াত অনুষ্ঠানে মারা যান তিনি। তাঁর মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। আলজাজিরা মুবাশিরের প্রতিবেদনে জানা যায়, দেশটির তাবার্টা শহরে উপস্থিত নারীদের উদ্দেশে পবিত্র কোরআন খতম করছিলেন শিক্ষিকা তাসলিমা। স্থানীয় নারী শিক্ষা বিষয়ক একটি সংস্থার লাইভ ভিডিওতে তা দেখা যায়। তাতে আরো জানা যায়, কোরআর পাঠ শেষ করে পুনরায় সুরা বাকারা থেকে তিলাওয়াত শুরু করেন তিনি। এরপর সেই সুরার পাঁচ আয়াত পর্যন্ত তিলাওয়াত করেন তিনি। আয়াতটি হলো ‘তারা তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে সুপথপ্রাপ্ত এবং তারাই সফলকাম। ’ এর পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। কোরআনের সেই আয়াতটি ছিল তার পঠিত সর্বশেষ আয়াত। তিলাওয়াতের মধ্যভাগে এমন পরিস্থিতিতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন উপস্থিত নারীরা। তাৎক্ষণিক উপস্থিত অনেকে তার সাহায্যে এগিয়ে আসেন। কিন্তু ততক্ষণে তিনি মারা যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct