আপনজন ডেস্ক: আজকাল নতুন বা আরও দৃষ্টিনন্দন স্মার্টফোন সেট কেনার জন্য পুরোনো ফোনসেট বিক্রি করে থাকেন অনেকে। কিন্তু গবেষকরা বলছেন, এটা অনেকটা নিজের ব্যক্তিগত ডায়েরি হস্তান্তরের মতো। স্বাভাবিকভাবেই ব্যবহারকারী অনেক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য সংরক্ষণ করে রাখেন তার স্মার্টফানের মধ্যে। কিন্তু এসব মুছে ফেলা অতোটা সোজা কাজ না। যা ভাবছেন তার চেয়েও অনেক বেশি কঠিন কাজ। স্মার্টফোন বিক্রির কথা মাথায় উঠলেই সবাই যে ব্যাপারটা সবার আগে ভাবেন তা হলো, এর সব ডেটা মুছে ফেলা। কিন্তু বিল্ট ইন বা প্লে স্টোরের ডাউনলোড করা অ্যাপস দিয়ে এই মুছে ফেলা তথ্য প্রায় পুরোটাই উদ্ধার করা বেশ সহজ। ট্রাস্ট ডিজিটালের উৎসুক অ্যাপস ইঞ্জিনিয়াররা প্রতিটি স্মার্টফোন থেকে বলতে গেলে প্রায় সব তথ্যই পুনরুদ্ধার করতে সক্ষম হন। এর মধ্যে একটিতে ছিল অবরুদ্ধ দুই প্রেমিক-প্রেমিকার তীব্র আবেগী কথোপকথন। অন্যগুলোতে যা পাওয়া যায় তার মধ্যে বহু কোটি ডলারের ফেডারেল পরিবহন কন্ট্রাক্ট প্রাপ্তির লক্ষ্যে একটি কোম্পানির পরিকল্পনা। পাওয়া যায় আরেকটি কোম্পানির ৫০ হাজার ডলারের সফটওয়্যার কেনার প্রদেয় বিল সংক্রান্ত ই-মেইল। ছিল অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্টের গোপন পাসওয়ার্ড ইত্যাদি। এভাবে নিলামে কেনা পুরোনো সেলফোন থেকে ২৭ হাজার পৃষ্ঠা পর্যন্ত ডেটা পুনরুদ্ধার সম্ভব হয়েছে। তাই নিজের পুরানো স্মার্ট ফোন বিক্রি করার আগে সাবধান থাকবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct