সেখ নুরুদ্দিন, সোনারপুর, আপনজন: দক্ষিণ ২৪পরগনার জেলার সোনারপুর ব্লকের মকরমপুরে অবস্থিত শিশু বিকাশ একাডেমিতে প্রায় এক মাস ধরে চলতে থাকা জুনিয়র ও সিনিয়র লীগ পর্যায়ের ফুটবল খেলার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হলো শনিবার দুপুরে। জুনিয়র ও সিনিয়র লীগের ফাইনাল খেলা হয় ১ঘন্টা ৩০মিনিট। প্রতিটি শ্রেনীর সমান ছাত্রদের নিয়ে তৈরি হয়েছিল এক একটি টিম (৫ম-৮ম) জুনিয়র/(৮ম-১০ম) সিনিয়রদের টিম।টিমের তত্ত্বাবধায়ক বা ম্যানেজারের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকেরা। জুনিয়র টিমের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান ক্যাঙারু( তত্ত্বাবধানে ওহিদুজ্জামান এবং তারিফ) আর রানার্স আপ টেরিফিক এফ সি(তত্ত্বাবধানে হারান ও সচ্চিদানন্দ) ।আর সিনিয়র টিমের চ্যাম্পিয়ান চতুরঙ্গ এফ সি (টিম ম্যানেজার- নুরুদ্দিন ও প্রসেনজিৎ স্যার ) আর রানার্স আপ আইকোনিক ইলেভেন (তত্ত্বাবধানে উজ্জ্বল ও ওবাইদুল্লা স্যার )। খেলা ১.৩০নাগাদ শুরু হয় এবং শেষ হয় ৩টে নাগাদ।
উভয় খেলার সমাধান ট্রাইবেকারের পরে টসের মাধ্যমে সমাধান হয়। এরপরে সম্মানীয় অতিথিদের সম্বর্ধনা প্রদান করা হয়। বিশিষ্টজনদের ভাষনের পরেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণকারী সব খেলোয়াড় কে শংসাপত্র ও মেডেল তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। জুনিয়র ও সিনিয়র টিমের চ্যাম্পিয়ান ও রানার্স আপ ক্যাপ্টেন ও টিম ম্যানেজমেন্টের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী ও শিশু বিকাশ একাডেমীর কর্ণধার মুন্সী আবুল কাশেম, দঃ২৪পরগনা জেলার উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, দাঁড়িয়া যমুনা লক্ষী নারায়ন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শংকর চট্টোপাধ্যায় , তাড়দহ হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও সোসাইটি ফর ইসলামিক এডুকেশনের সভাপতি আব্দুর রশিদ, প্রসাদপুর ভাগ্যধর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দেবাশীষ মন্ডল, বিশিষ্ট সমাজসেবী নুরুল হক, প্রতাপনগর গ্ৰাম পঞ্চায়েত চাম্পাহাটি স্পোর্টসের জোনাল সেক্রেটারি ও শিক্ষক সুধাময় দাস, বিশিষ্ট সমাজসেবী নুর ইসলাম মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী ফারুক আহমেদ, শিশু বিকাশ কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষ মুন্সী রাকিব প্রমুখ ব্যক্তিত্ব। দীর্ঘ দিন ধরে লীগ পর্যায়ের খেলা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছেন শিশু বিকাশ একাডেমীর ক্রীড়া শিক্ষকদ্বয় আজিজুল হালদার ও কারিমূল হক। পড়াশোনার অবসরে এই খেলা পড়ুয়াদের মনে বাড়তি অক্সিজেনের মাত্রা ত্বরান্বিত করবে ও শৃঙ্খলা, সৌভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করবে বলে আশাবাদী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুন্সী আবুল কাশেম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct