আপনজন ডেস্ক: সিপিএমের পলিটব্যুরোর বৈঠকে বঙ্গ সিপিএম নেতৃত্বকে তুলোধনা করল কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লিতে দলের পলিটব্যুরোর বৈঠকে সেলিম-সুজনদের বর্তমান বিবৃতি নির্ভর রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করা হলেও তাদের বিরুদ্ধে রাস্তায় না নামা শ্রেয় মনে করছেন বঙ্গ সিপিএম নেতৃত্ব। বরং অনেক সময় পদ্ম শিবিরের ঢঙে তাদেরকে আন্দোলনে নামতে দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যেমন গেরুয়া শিবির রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়ে ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান তুলে আন্দোলনে নেমেছে, সেই একই স্লোগান নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নামছেন বাম নেতারাও। সূত্রের খবর, দিল্লিতে দলের পলিটব্যুরোর বৈঠক থেকে বঙ্গ সিপিএম নেতাদের বিজেপি বিরোধিতার পথ খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প চিন্তাভাবনা ও আন্দোলনের পথ খুঁজে বিজেপি বিরোধিতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলে বাংলার সিপিএম নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পদ্ম শিবিরের থেকে বেশি সংখ্যক প্রার্থী দেওয়ার চেষ্টা করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য বঙ্গ সিপিএম যতটুকু পথে নামছেন তা মূলত রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। কিন্তু, রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রধান শত্রু বিজেপির কথা ভুলে যাচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধি, দুধের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে দেখা যাচ্ছে না বঙ্গ সিপিএমকে। সীতারাম ইয়েচুরিদের ধমক খাওয়ার পর বঙ্গ সিপিএম নেতৃত্ব নিজেদের আন্দোলনের রুপরেখা বদলায় কি না এখন সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। অন্যদিকে, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সাংবাদিক বৈঠকে সিবিআই এবং ইডির তৎপরতা নিয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির চরম সমালোচনা করেছেন। ইয়েচুরি প্রশ্ন তুলেছেন, নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলেও কেন এত বছর ধরে পশ্চিমবঙ্গে ইডি ও সিবিআই কেন চুপ ছিল। এত বছর ধরে তারা কেন কিছু করেনি, সেই জিজ্ঞাস্য তার। সেই সঙ্গে বলেন, এবার গোপন সামনে আসবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct