সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: এক পক্ষকাল যাবত নির্মল বিদ্যালয় অভিযান শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের মাদ্রাসায় । ভাঙড় উত্তর চক্রের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া ইসলামীয়া সিনিয়র মাদ্রাসায় এই উপলক্ষে প্লাকার্ড সম্বলিত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বৃহস্পতিবার দুপুর আড়াই টায় শোভাযাত্রা শুরু হয় মাদ্রাসার সামনে থেকে। এদিন পাকাপোল ভাঙড় রোড ধরে দুটি শোভাযাত্রা বের করা হয়। একটি যায় বেলেদানা বাজার পর্যন্ত, অপরটি যায় সাতুলিয়া বাজার পর্যন্ত। এদিনের শোভাযাত্রায় হাঁটেন মাদ্রাসা পরিচালন সমিতির সদস্যরা, শিক্ষক ও শিক্ষাকর্মীগণ এবং কয়েক হাজার শিক্ষার্থী। বিভিন্ন সচেতনতামূলক প্লাকার্ড শোভা পায় শিক্ষার্থীদের হাতে। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শেখ গোলাম মঈনুদ্দিন আপনজনকে প্রতিনিধিকে জানান ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১৫ দিনের নির্মল বিদ্যালয় অভিযান শুরু হয়েছে। সমাজ সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে চলতি মাসের ২৯ তারিখ শেষ হবে এই বিশেষ অভিযান। এই উপলক্ষে সচেতনতা বার্তা বহনকারী ব্যানারে মুড়ে ফেলা হয়েছে গোটা মাদ্রাসা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct